কিসের এতো অহংকার

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
""কিসের এত অহংকার""


আসছি একা যাবো একা-
কিসের এত অহংকার,
চোখ দুটো বন্ধ হলে তো-
সবি যে হবে বেকার।

দেহের রূপে গৌরব করে-
ক'দিন বেঁচে থাকবে,
যখন তখন স্মরণ করো-
মরণ এসেই ডাকবে।

যতক্ষণ শ্বাস আছে গায়ে-
ততক্ষণ রবে জিন্দা,
অশুভ কাম করে গেলে-
সকলে করবে নিন্দা।

ধনসম্পদই যা-কিছু রবে-
আসবে না কাজে মরণে,
মরার পর সব হবে অন্যের-
তাও রাখো স্বীয় স্মরণে।

অতি বিলাসে যাপন করে-
অধিক পস্তাবে পাছে,
স্বল্প কালের জিন্দেগিতে-
সুখদুঃখ সবার আছে।
417 Views
14 Likes
4 Comments
5.0 Rating
Rate this: