""পড়ন্ত বেলাতে ইতিউতি চাই""
মুমূর্ষা মোর অদূরে তো নাহি,
ভঙ্গুর হায়াতে চাহি না শাহি।
প্রকৃষ্ট কর্মে স্পৃহা মোর বেশ,
ভাবনার কম্পনে দীপ্তি রেশ।
রাতদুপুরেই অকস্মাৎ ধ্যানে,
নয়া কথনের জীবনীয় পণে।
প্রভাতছটায় বৈরাগীও কহে,
আঁখিজল নির্বাকে যায় বহে।
পড়ন্ত বেলাতে ইতিউতি চাই,
প্রকৃতির মাধুর্য প্রদর্শনে যাই।
পক্ষীদের কোলাহলময় গানে,
স্বকীয় অনুভূতি প্রাণে আনে।
সহসা বাড়ে অসাড় স্বীয় স্বর,
মম চিত্তে আসে উদাসীন ডর,
মন মস্তিষ্কে সদা করেন যোধ,
একলা মোর ভাবে হয় বোধ।
নির্জন প্রান্তরে মর্মগ্রাহী নাদ,
উদবেগে বিবিধ ধ্যানের বাদ।
পাঠে উৎসুক ঐতিহ্যের শাস্ত্র,
তাতে খুঁজি জীবনের যুদ্ধাস্ত্র।
পড়ন্ত বেলাতে ইতিউতি চাই
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
397
Views
6
Likes
3
Comments
5.0
Rating