ভয়ানক সেই রাস্তা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আমি সেই দিন যা দেখেছি তা আজকে লেখলাম
আমি যখন ছোট ছিলাম আনুমানিক আমার বয়স ১০অথবা ১১ হবে এর মধ্যে কার সময় তখন আমার ছোট ফুফুর বিয়ে হয়ে ছিল তখন আমাদের বাড়ি থেকে ফুফুর বাড়ি বেশ খানিটা দূরে ছিল তখন আমার দাদা আমি চাচা আমার মা বাবা দাদী এবং আরো অনেকে ছিল সেদিন আমরা আমাদের বাড়ি থেকে রয়না দেয়েছিলাম আনুমানিক বিকাল ৩ টার সময় আমাদের যেতে যেতে সন্ধা হয়ে যায় তারপর সেখানে খাওয়া করলাম আবার সেই দিন রাতে সবাই আমাদের বাড়ি ফিরেছিল শুধু আমি ছাড়া কারন আমি যেখানে রাতে যাই সেখানে আমাকে জিন পরি এসব ধরতো তাই ফুফু সবাইকে বললো রাস্তার সামনে একটা বেল গাছ ছিল এই ফুফু রাতে আসতে দেয়নি কিন্তুু তার পরের দিন আমার ফুফার বড় ভাইয়ে মেয়ে মানে আমার আপু তখন তার বয়স ছিল আনুমানিক ১৮, ১৯ এই রকম আরকি সে সকালে আমাকে বললো চল বেল কুরাইতে তখন আরকি গেলাম তবে বেল কুরাইলাম ভালো সারাদিন আপুর সঙ্গে এদিকে ওদিকে ঘুরে বেরালাম কিছু নাই তখন এক কথায় মাগরিবের আজান দিতেছে ওই আপু এসে বললো বেল কুরাতে যাইবি আমি বললাম এত একটু পর রাত হবে সে বললো কিছু হবেনা আমি বললাম কিছু যখন হবে না তখন চল গেলাম কিন্তুু আমি গেয়া দেখলাম অনেক বেল পরে আছে আমি দেখেতো খুশিতে আতহারা হয়ে গেলাম আমি কার সাথে আসলামআমার কিছু মনে ছিলনা শুধু দেখতেছি বেল আর বেল তারপর হঠাৎ করেই আমার মনে হল আপু কোথায় গেল আপুকে ডাক দিলাম আপুর কোনো আওয়াজ শোনা যায় না তখন দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে আনুমানিক ২০ হাত লম্বা একটা লোক সে বলতেছে আজকে তুই শেষ তখন আমি কান্না করতে লাগলাম হয়তো আমার কান্না শুনে আমার ফুফা আসে তারপর সেখান থেকে নিয়ে যায় আমার ফুফা ছিল আলেম তার পর থেকে আজ এখন আমার বয়স ২০ বছর তার বাড়িতে গেয়েছি মনে হয় চার থেকে পাচ বাড় এখনো যাওয়ার সময় অনেক ভয় লাগে এখনো
482 Views
18 Likes
4 Comments
4.2 Rating
Rate this: