বৃষ্টি মানে

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
বৃষ্টি মানে সাদা আকাশ -
কালো মেঘে ডাকা।

বৃষ্টি মানে রোদের ছূটি-
প্রিয় গল্পের বই।  

বৃষ্টি মানে খোলা জানালা -
পুরনো স্মৃতিচারণ।

বৃষ্টি মানে অলস দূপুর -
কাজ ছেড়ে জমিয়ে আড্ডা দেওয়া।

বৃষ্টি মানে আদুরে উল্লাস -
বৃষ্টির ফোটাই ভিজতে অনেক ইচ্ছুক।

বৃষ্টি মানে গাছের ডালে পাখি-
পাখনা গুছিয়ে নিশ্চুপ হয়ে বসে থাকা।

বৃষ্টি মানে আকাশ মেঘাচ্ছন্ন থাকা -
মেঘলা দিনটিকে নিষ্পাপ ও বিষন্ন দেখা।
249 Views
15 Likes
2 Comments
5.0 Rating
Rate this: