...

ভূতের গল্প শুনতে গিয়ে

...
ফজলুল হক রাফি
...
...
24-Aug-2023, 05:42 PM
...

3543

...

185

...

3.5(130)

ক্যাটাগরি : ভুতের গল্প

শীতের ছুটিতে ভাইবোনেরা বেড়াতে গেলাম নানাবাড়ি। সেখানে থাকেন মামা-মামি আর আমাদের মামাতো ভাই সাবিত। ভালোমন্দ খেয়েদেয়ে বেশ আনন্দে কাটতে লাগল দিন। পড়াশোনা নেই, বকাঝকা নেই, যাকে বলে একেবারে স্বাধীন জীবন!

এক রাতে বাড়ির উঠানে আমরা সবাই গল্প করছিলাম। আকাশে চাঁদ ছিল না, চারপাশে ঘুটঘুটে আঁধার। আড্ডার মধ্যমণি হয়ে জ্বলছিল একটা মোমবাতি। তাতে পরিবেশটা হয়ে উঠেছিল আরও ছমছমে।

হঠাৎ মেজ মামা বলে উঠল, ‘হাউ মাউ খাউ ভূতের গন্ধ পাউ!’

সঙ্গে সঙ্গে ছোটরা সবাই হেসে কুটিকুটি।

মামা মানুষের গন্ধ পাউ না বলে ভূতের গন্ধ পাউ বলেছে, ব্যাপারটা মজার। এমন সময় আমার ছোট ভাই তাজোয়ার বলে উঠল, ‘গল্প শুনব, গল্প শুনব!’

তাজোয়ারের সঙ্গে আমরা সব ভাইবোন গলা মেলালাম, ‘হ্যাঁ, মামা, গল্প শোনাও! গল্প শোনাও!’

‘কী গল্প শুনবি?’ আরাম করে বসতে বসতে জিজ্ঞেস করলেন মেজ মামা।

বড় মামা বললেন, ‘আচ্ছা, ভূতের গল্পই নাহয় শোনা যাক।’

অমাবস্যা রাত। এমন ঘুটঘুটে আঁধারে ভূতের গল্প? রাজি হলাম সবাই। নানাবাড়ির কাছেই একটা ছোট বন। বনের পেছনে একটা বাড়ি। কেউ থাকে না সে বাড়িতে। ভয়ানক সব গল্প চালু আছে ওই বাড়ি ঘিরে।

যাহোক, মামা একটা গল্প বলতে শুরু করলেন। গল্প শুরু হতেই সবাই ভয়ে গুটিসুটি মেরে বসলাম। হাতে-পায়ে কাঁটা দিতে লাগল রীতিমতো! পারলে একে-অন্যে জড়াজড়ি করে বসে থাকি!

গল্পের মাঝে হঠাৎ খুব জোরে বাতাস বইতে লাগল। মোমবাতিও গেল নিভে! সবাই তো ভয়ে ঠকঠক করে কাঁপছি! হঠাৎ ঝোপের ভেতর থেকে এল অদ্ভুত এক শব্দ। ছোট বোন তো কেঁদেই ফেলল, ‘ভূত! ভূত!’

ততক্ষণে মামা মুঠোফোনের টর্চ জ্বালিয়েছেন। টর্চের আলো ঝোপের ওদিকটায় পড়তেই সবাই চিৎকার করে উঠলাম, ‘ভূত! ভূত!’

ঝোপের ভেতরে কী যেন জ্বলছে! আমার নিজের অবস্থা চূড়ান্ত রকমের খারাপ। দাঁতে দাঁত লেগে যাওয়ার দশা। সবাই একটা জায়গায় জড়ো হয়েছি আমরা। ঝোপের ভেতর থেকে ওই আলোটা আস্তেধীরে কাছে আসছে! খুব কাছে আসছে! একসময় আলোটা বেরিয়ে এল এক লাফে! শব্দ পেলাম ‘মিউ!’


মন্তব্য

রেটিং দিন

সকল মন্তব্যগুলো (28)
user
সাদিয়া

ভালো হয়েছে কিন্তু বেশি ভালো বালো হয় নি।👍

ফজলুল হক রাফি ...

চেষ্টা করব আরও ভালোভাবে লেখার ......ধন্যবাদ 😊🩵

user
জুঁই।

গল্পটি খুবই ভালো ছিল। প্রথম দিকে ভয়ানক ছিলো কিন্তু শেষটা খুবই হাস্যকর।

ফজলুল হক রাফি ...

পুরো গল্পটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ 😊🩵

user
ayesha

কি ভয়ংকর 😖

user
জিমি

onek good story

ফজলুল হক রাফি ...

thank you so much for reading my story 😊🩵

user
💘AYASHA 💘

🙄একটুও ভয়ংকর 😣না গল্পটা হাসি 🤣পাচ্ছে আমার পরে😂

ফজলুল হক রাফি ...

এই গল্পটা এরকমই , কারো কাছে ভয় লেগেছে কারো কাছে হাসির it's ok 😅

user
habiba

আমার কাছে অনেক ভালো লাগছে ধন্যবাদ 😁😁😁😁

user
MD. Hossain

আমার গল্পটি খুব ভালো লেগেছে

user
noyon

so nice

ফজলুল হক রাফি ...

tnkuu

user
পাগলা

ভালো হইছে

ফজলুল হক রাফি ...

ধন্যবাদ 🩵😊

user
last page

2nd part ki ase

ফজলুল হক রাফি ...

না ।

user
mimakter.q

খুবই ভালো লাগে

ফজলুল হক রাফি ...

ধন্যবাদ মন্তব্য করার জন্য 😊🩵

user
Faria

Valo but tamon ekta feelings holo na aro voy er moto tamon kisu nai

ফজলুল হক রাফি ...

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য, আমি চেষ্টা করবো আগামীতে আরও ভাল করার 🩵😊

user
Nadia akter tisha

khub vlo legeche

user
Nur

খুব ভাল লাগলো 🫣😘😁😁

user
জান্নাতুল ইসলাম মিম

ভালো

user
Ariyan

mobir

ফজলুল হক রাফি ...

?🤔

user
সারা

খুব বেশি ভালো

ফজলুল হক রাফি ...

ধন্যবাদ 🩵😊

user
aritra shil

it's a beautiful story

ফজলুল হক রাফি ...

thank you so much 🩵😊

user
Tania Begum

অনেক ভালো লেগেছে গল্পটা 🤣🤣

ফজলুল হক রাফি ...

ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য 🩵 এরকম আরো গল্প রয়েছে আপনি চাইলে পড়তে পারেন আমার প্রোফাইলে গিয়ে😊

user
মিলি আক্তার

onk sundor,🖤

ফজলুল হক রাফি ...

ধন্যবাদ বন্ধু 🩵

user
কাশফিয়া ইভা

😅😂

user
Parul Aqkhtar

Kub valo

user
aysha mim

kub valo

ফজলুল হক রাফি ...

Thank you so much 🩵

user
aysha mim

kub valo

user
জিন্নাত আকতার জিনা

অনেক সুন্দর হয়ছে

user
Unknown

Onek moja

user
Unknown

আমি এই গল্পটা পড়ে হেসে ফেললাম।

user
Unknown

not good but so funny