তুমি সেই গল্প...
যা কল্পনা তেই সুন্দর।
তুমি সেই কবিতা..
যা প্রতিদিন ভাবি
কিন্তু লিখতে পারি না।
তুমি সেই ছবি..
যা কল্পনা করি
কিন্তু আঁকতে পারি না।
তুমি সেই ভালোবাসা..
যা প্রতিদিন চাই কিন্তু
তা কখনোই পাই না।
তুমি সেই আকাশ..
যা প্রতিদিন ছোঁয়ার চেষ্টা করি
কিন্তু কখনোই ছুঁতে পারি না।
তুমি সেই জ্যোৎস্না..
যার আলোতে আমি একা
আলোকিত হতে চেয়েছিলাম
কিন্তু কখনোই হতে পারি নাই।
তুমি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
264
Views
10
Likes
1
Comments
5.0
Rating