ভালোবাসা!

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
যতটা দূরে গেলে তুমি সুখী হতে পারবে.
ঠিক ততটাই দূরে যেও-
দূরত্ব যতোটাই হুক না কেনো,
ভালোবাসা টুকু মনে রেখো!
যদি কখনো ভুল বশত কোনো স্মৃতি মনে পরে যাই -
তবে না হয় একবার আমায় নাম ধরে ডেকো!
আমি কোনো দিকে না তাকিয়ে ছুটে আসবো তোমার কাছে -
যদি আগের ছেয়ে বেশি ভালোবাসতে পারো তাহলে রেখে দিও আমাকে!
আমিও থেকে যাবো শুধু তোমার হয়ে।  
309 Views
16 Likes
0 Comments
4.6 Rating
Rate this: