উদাস দুপুর বেলা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
শান্ত গাঁয়ে ক্লান্ত পায়ে
উদাস দুপুর বেলা,
রাখাল ছেলে বাজায় বাঁশি
সুরে যাদুর খেলা।

সেই সুরেতে মুগ্ধ পাখি
মুগ্ধ নদীর জল,
শান্ত হাওয়ায় দোল খেয়ে যায়
সোনারই ফসল।

বটের ছায়ায় মিষ্টি মায়ায়
স্বপ্ন ভরা বুকে,
উদাস করা ভর দুপুরে
কৃষাণ ঘুমায় সুখে।

গাছের ডালে শালিক জোড়া
পাখনা মেলে তাই
মনের কথা বলছে যেনো
নীরব এই ভাসায়।
77 Views
0 Likes
1 Comments
0.0 Rating
Rate this: