মুকুল ঝরা ফাগুন ভোরে
আমের কুড়ির ঘ্রাণে,
মৌ মৌ মৌ মিষ্টি হাওয়া
লাগলো সবার প্রাণে।
কুহু কুহু কোকিল ডাকে
লুকিয়ে গাছের শাখে,
টুনটুনিরা চোখটি রাখে
কচি পাতার ফাঁকে।
ফুলকাননে রংবাহারি
ফুটলো কত ফুল
ভ্রমর এসে গুনগুনিয়ে
বিধায় বিষের হুল।
মৌমাছিরা মধুর খোঁজে
ছুটে দলে দলে,
খোকা খুকু কুড়িয়ে কুড়ি
লুকায় আচল তলে।
ফাগুন ভোরে
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
25
Views
0
Likes
0
Comments
0.0
Rating