বেকার ছেলে তাই সমাজের মুরুব্বীরা করে ঠাট্টা,
টাকার জন্য বিক্রি করে দিলাম সকালের ঘুম, বিকেলের খেলাধুলা আর সন্ধ্যার আড্ডা৷
একবার হইয়া দেখো মধ্যবিত্ত ঘরের ছেলে,
তখন আপনজনদের কাছে সাহায্যের জন্য গেলে,
তারা তোমার দিক থেকে দৃষ্টি সরিয়ে ফেলে।
বেকারত্বের কারণে পরিবারের কাছে আমি একজন ব্যর্থ সন্তান,
বেকারত্বের কারণে রাস্তায় ঘোরাফেরা করলে সমাজ বলে মাস্তান।
বেকারত্বের কারনে কেউ ভাবে না আপন,
এটাই আমাদের ছেলেদের জীবন৷
সমাজ বলে ছেলেদের বেকার থাকাটা আজব,
আসলে ছেলেদের ক্ষেত্রে এটাই বাস্তব।
বেকারত্বের কারণে পরিবারের মানুষের এক একটা কথার যে ধার,
তারা আমারে বুঝাই দিছে আমার বেঁচে থাকার অধিকার নেই আর।
আজকাল গলা দিয়ে ভাত নামতেও চায় না,
বেকারত্ব আমার মনে হয় বেশি দিন বাঁচতে দিবে না।
কেউ আঙুল তুলে ছেলেটি বেকার এটা না বলুক,
বেকারত্ব কোনো ছেলের জীবনে না আসুক।
বেকার ছেলে
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
773
Views
12
Likes
2
Comments
5.0
Rating