কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না।
তাকে এমন ভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমার কথা ভেবে আফসোস করে।
আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায় তাকেও ফুরফুর করে গ্রহন করো না।
সময় নাও,,এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে,
সেই সাথে তুমিও বুঝতে পারবে মানুষটা তোমার জন্য সঠিক কিনা,,
হুট করে চলা আসা কেউ আবার ফুরুৎ করেই উড়ে চলে যায়,
যা অল্পতেই পাওয়া যায় তার ওপর মানুষের গুরুত্ব কম,
যে হঠাৎ চলে আসে, সে না পারবে তোমাকে বুঝতে না পারবে তুমি তাকে বুঝতে,,
অর্থাৎ চলে যাওয়ার রাস্তাটা তখনই বের হয়ে আসে,
একটি দশতলা ভবন বানাতে যেমন পরীক্ষা করতে হয় তেমনি কাউকে নিজের হৃদয়ে জায়গা দিতে হলেও মানুষটার পরীক্ষা নিতে হয়,
এতে করে তুমি যেমন ভবনটা নির্মান করতে পারবে কিনা সেটাও বুঝতে পারবে।
তেমনি মানুষটাও তোমার জীবনে সঠিক কিনা সেটাও বুঝতে পারবে।
পাওয়া আর হারানোর মাঝে ছোট্টা একটা লজিক আছে,
তুমি যেটা পেয়েছো সেটা তুমি কিভাবে পেলে?
যে তোমাকে পেয়েছে সে তোমাকে কিভাবে পেলো?
যদি খুব সহজেই একে অপরকে পেয়ে যায়, তাহলে খুব সহজেই একে অপরকে হারিয়ে ফেলে।
এটাই বাস্তব।
তুমি যাকে হারিয়েছো তাকে ভেবে কষ্ট পেও না,
কষ্ট পেয়ে লাভ নেই,বরং এটা ভেবে নাও তোমাকে হারিয়ে তার কি ক্ষতি হলো,,,,,
আর সে এমন একজনকে হারিয়েছে সে তাকে খুব ভালোবাসতো।
ভালো রাখতে হলে বেশি কিছু ভাবতে হয় না,,ছোট্ট দুই একটা নিয়ম মানতে পারলে খুব খুশি থাকা যায়।
যে আসতে চায় তাকে একটু সময় নিয়ে আসতে দাও,আর যে যেতে চায়,তাকে বিনা কারনেই যেতে দাও।
এই আসা জাওয়ার মাঝে কখনো শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে থেকো না তাকে যেতে দাও।।
এতে করে তুমি তোমার প্রকৃত জীবনসঙ্গী পাবে।।
যে শুধু আসবেই কিন্তু কখনও যেতে চাইবে না।।।।
কেউ হাড়িয়ে গেলে তাকে খুঁজে নেওয়া সহজ কিন্তু কেউ বদলে গেলে তাকে ফিরিয়ে পাওয়া খুব কঠিন ।মানুষ বদলায় না কিছু কিছু মানুষের কারনে মানুষ বদলাতে বাধ্য হয়।কে রাখে কার খোজ নতুন পেলে সবাই নিখোঁজ। মানুষের পরিবর্তন দেখতে দেখতে রং ধনু দেখার সাধ মিটে গেছে।💕❤️
ই, গল্পটি পরে আমার অনেক ভালো লাগলো
Golpo gulo ektu boro hole valo hoto
কথা গুলো একবারে সঠিক
জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না।
Chowdhury Tamanna
very nice.