মায়ের মতো হয়না কেউ
এতো আপন
মায়ের মতো করেনা আজ
আমার যতন
মা-যে আমার কি ছিলো
এই জীবনে
বিধাতার পরে দিয়েছি জীবন
তোমার নামে।।
কোথায় হারালে মাগো
এক পলকে
হাজার চাওয়ার পরেও
মাগো পাইনা তোমাকে
মায়ের মতো হয়না আপন
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
237
Views
10
Likes
1
Comments
4.8
Rating