বই!!!

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
১# পড়ার জন্য কিছু খুঁজে পাচ্ছেন না? বই পড়া নিয়ে আপনি দুশ্চিন্তায় ভুগছেন? ভয় পাবেন না! এই ভীতির নাম 'অ্যাবিবলিওফোবিয়া'। আপনার মতো পৃথিবীর বহুত মানুষ এই সমস্যায় ভোগে।

২# হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা চারটি আইনের বই আছে।

৩# যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট প্রতিদিন একটি করে বই পড়তেন। আর আপনি পড়ার সময় পান না!

৪# ভিক্টর ভুগোর লা মিজারেবল বইয়ে একটি দীর্ঘ বাক্য আছে। বেশি না, মাত্র ৮২৩ শব্দের!

৫# সর্বাধিক দামে বিক্রিত বই হলো লিওনার্দো দ্য ভিঞ্চির কোডেক্স লেইচেষ্টার।
ভাবুন তো বইটা কে কিনেছে? কে আবার! বিল গেটস!

৬# যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশিবার ব্যান খাওয়া বইটি হলো- হ্যারি পটার!!

৭# মার্ক টোয়েনের 'অ্যাডভেঞ্চার অব টম সয়ার' বইটি টাইপরাইটারে লেখা পৃথিবীর প্রথম বই।

৮# ধারণা করা হয়, 'বই' শব্দটি প্রথম ব্যবহার হয় আলফ্রেড দ্য গ্রেটের বইয়ে।

৯# লর্ড অব দ্য রিং ট্রিলজির নাম শুনে থাকবেন। এটা নিয়ে একই নামে বিখ্যাত সিনেমা আছে। লেখক মহাশয় এই পুরো ট্রিলজিটি লিখেছেন শুধু দুই আঙ্গুল ব্যবহার করে (তার হাতে পাঁচ আঙ্গুলই ছিল, সম্ভবত টাইপরাইটারের কারণে...)।

১০# আপনি যদি নরওয়েতে কোন বই প্রকাশ করেন তাহলে সরকার ১০০০ কপি কিনে নিবে। শিশুতোষ বই হলে ১৫০০ কপি। তারপর তারা বইগুলো দেশের লাইব্রেরিতে ছড়িয়ে দেয়।

১১# আইসল্যান্ডের একটি নিজস্ব ঐতিহ্য আছে। ক্রিসমাসে সেখানের মানুষ নিজেদের মধ্যে বই অদলবদল করে এবং বাকি রাত সেসব বই পড়ে এবং চকলেট খেয়ে কাটায়!
1.58K Views
37 Likes
4 Comments
4.3 Rating
Rate this: