মা আমার সোনা মা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ও মা মা সোনা মা!
আজ বেশ কয়েদিন হয়ে গেলো তুমি নেই,
ঘর ভর্তি এতো মেহমান তবুও কেওই নেই।
কেও বলেনা কিরে মা খাবিনা এখন,
কেও করেনা মাগো তোমার মতো যতন৷

সারা রাত জেগে থাকলেও বলার মানুষ নাই,
আছে কি এমন জায়গা যেখানে তোমায় গেলে পাই।
সন্ধ্যা বেলা ঝুলি ভরে মা এনে দিবে কতো খাবার,
ফুন দিলে মাগো বলেনা কেও কবে আসবি আবার।

সকাল সকাল ঘুমের ঘরে বলেনা ওঠোনা মাগো নাস্তা কর,
মাগো তুমি নাই বলে পৃথিবীটাই যেনো লাগে আমার পর।
আর কোনো দিন বলবেনা কেও ছেলেদের পরিক্ষার পরে আসিস।
তোর এতো শরির খারাপ মনে করে ঔষধ খেয়ে নিস।

271 Views
6 Likes
2 Comments
5.0 Rating
Rate this: