মা ছাড়া চোখের জল
করে ছলমল।।
অন্য কেও বুঝেনা মা
কাকে বলি বল?
খুনছুটিতে কেটে গেছে
আমার ছেলে বেলা,
বড় হতেই হারিয়েছি তোমায়
কাটেনা মনের জ্বালা।
কত যে রাত কতনা দিন
দিয়েছি তোমায় কষ্ট ,
আজ মা হারিয়ে বুঝি
আমি জীবন যেনো নষ্ট।।
মায়ের মতো হয়না কেও
এই জীবনে আপন,
মা থাকিতে বুঝলে হায়
করতাম কতনা যতন।।
মায়ের স্রেহ ভালবাসা
কিযে মধুময়
হে বিধাতা এই জীবনে
তা আর পাবার নয়😭
মায়ের কাছে শেষ চিঠি 😭
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
330
Views
17
Likes
2
Comments
4.2
Rating