ইসান মার খাওয়ার পর অনেক দিন হাসপাতালে থাকে। শারিরিক ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পরে।
ওখানে মিলিও কেঁদে কেঁদে শেষ?
মিলিও ইসান কে খুব ভালবাসে,কিন্তু ওর বাবা ছিলো ওখানকার চেয়ারম্যান! খুব ভয় পেতো সবাই। ইসানের মা ইসানকে অনেক বুঝাতো, বাবা ওরা অনেক বড় লোক, আমরা মধবৃত্ত মানুষ, তোর কিছু হলে কি করবো আর তোই এখনো অনেক ছোট।
কিছু দিন পর ইসান জানতে পারে মিলির বিয়ে ঠিক হয়ে গেছে। সে পাগলের মতো করে,মিলিদের বাসার সামনে ঘুর ঘুর করে,মিলির বাবা জানতে পেরে মিলিকে বোঝায় যদি ছেলেটা কে বলিস ওরে ভালবাসিস না তাহলে ছেড়ে দিবো,না হয় আজকে মেরেই ফেলবো। মিলি ভয় পেয়ে ইসানের কাছে গিয়ে বললো, দেখো ইসান মানুষের জীবনে প্রেম ভালবাসা হয়ে থাকে,তাই বলে কি বিয়ে করতে হবে।
তুমি আমাকে ভূলে যাও প্লিজ। আর কখনো এখানে আসবেনা। আমার বিয়ে ঠিক হইছে আর তোমার কারনে যেনো আমার বিয়ে না ভাঙ্গে। ইসান খুব কষ্টে ওখান থেকে চলে আসে। অনেক কান্না করে কিছু খায় না।
মিলিও বাবার কথা মতো তাকে বিদায় দিয়ে নিজে কান্না করে, ঠিক মতো খায়না ঘুমায় না। মিলি ভাবে যদি ইসানের সাথে কথা বলে ওর বাবা ইসানকে মেরেই ফেলবে।
বিয়ের দিন এসে গেলো! আগামী কাল বিয়ে, আজ হলুদ বাড়ি ভর্তি মানুষের আগমন। আত্মীয় সজনে ঘর ভরা,হইচৈই কিন্তু মিলির মনে অশান্তি। অনেকেই মিলিকে জিগাস করে বিয়েতে কি মত নাই,সে হু ও করেনা আর হাও করে না।
ওখানে ইসান জানে কাল মিলির বিয়ে সে এখনো অপেক্ষায় আছে। ভাবছে আসবেই? হলুদ শেষ হলো, আগামী কাল বিয়ে। এখানে বিয়ের আমদ আর ওইখানে ইসান বিষ খাইছে😭 কথাটা মিলির বাবার কানে আসলেও মিলির কানে যেনো না পৌছায় সে জন্য তারা-হুরু করে বিয়ে দিয়ে বিদায় করে দেয়।।
আর ওদিকে ইসানের বারি কান্না-কাটি, ইসান হাসপাতালে খুব খারাপ অবস্থা, কি হবে ডাক্তার বুঝে উঠতে পারছে না।
কি হবে ইসানের জানতে অপেক্ষা করুন পরের পর্বের জন্য ধন্যবাদ 👏
প্রথম প্রেমের হাতছানি (পর্ব ২)
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
513
Views
15
Likes
0
Comments
4.3
Rating