পরিবর্তন করতে হবে

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আপনার অনেক টাকা আছে
অনেক বড় ডিগ্রি আছে
অনেক সুন্দরী আপনি
অনেক বড় বাড়ি,গাড়ি আছে
অনেক বড় চাকরি করেন।
কিন্তু "আপনি কি মানুষ হতে পারছেন"?
আল্লাহ মানুষ কে জ্ঞান, এবং প্রজ্ঞা দান করেছেন। যে,তার নির্দেশিত সঠিক নিয়মে তার ব্যবহার করবে ,তাকে সর্ব উত্তম মর্যাদা দিয়েছে।
এর জলন্ত প্রমাণ নবী সঃ।
আর যে এর বিপরীত করবে, তাকে তিনি পশুর চেয়েও নিকৃষ্ট বলেছেন।
এ পি জে আব্দুল কালাম বলেছেন:-ম্যনুষত্বও সততা ছাড়া মেধা ঘৃণিত।
মানুষ হতে হলে অনেক গুণাবলী থাকতে হয়।
তার ভিতরে অন্যতম হলো "সুন্দর ব্যবহার"
নবী সঃ বলেন,"মিজানের পাল্লায় সব চেয়ে ভারী হবে ভালো ব্যবহার"এবং আরো বলেন"যে ব্যক্তি তার লজ্জা স্থান ও জিহ্বা হেফাজত করবে সে জান্নাতি"
আলী রাঃ বলেন"ব্যবহারে বংশের পরিচয়" আর "ভালো ব্যবহার বংশের মর্যাদা বৃদ্ধি করে"
দুঃখের বিষয় হলো অনলাইনে দেখি মানুষ খারাপ ব্যবহার করে শান্তি পায়। ভাবতেই অবাক লাগে সে কি মানুষ?তার কি বিবেক আছে? এতটা নোংরা তার মধ্যে লুকিয়ে আছে?খারাপ ব্যবহার হলো বড় পাপের কাজ।কারো মনে কষ্ট দিলে তাকে আল্লাহ মাফ করবেন না। কিন্তু আমারা পশুর মতো আচরণ করি।নিজেকে পরিবর্তন করতে হবে।যদি কেউ নোংরা ভাষায় গালি দেয়ার পরও,যদি তুমি শান্তভাবে বুঝিয়ে বলতে পারো।যে খারাপ ব্যবহার উচিত নয়, এটা পাপ। তাহলে তুমি পৃথিবী জয়ের মেজিক রপ্ত করেছো।
সাইকোলজিস্ট Jo hemmings বলেন-অনলাইনে কোন কারণ ছাড়াই ,সবার সাথে খারাপ ব্যবহার করে।তারা বাস্তবে ব্যার্থ আর অবহেলিত মানুষ।
এর পূর্ণাঙ্গ বিশ্লেষন করে সাইকোলজিস্ট Dr Linda Kaye বলেন এর পেছনে অনেক ফ্যাক্টর কাজ করে।যেমন স্যাজিজম এবং সাইকোপ্যাথি।এরা অপমান করে,তারা আসলে বিনোদন পায়।আর যারা স্যাডিস্ট,সাইকোপ্যাথ।
তারা অন্যের কষ্টে আরামবোধ করে।
👉So change yourself👈
581 Views
19 Likes
0 Comments
3.5 Rating
Rate this: