গভীর রাত নিস্তব্ধ নির্জন পরিবেশে
কোথায় কোন কোলাহল নেই।নেই গ্রামের মানুষের কোন সাড়া-শব্দ।
দুর থেকে ভেসে আসে ঝিঁঝিঁ পোকার ডাক।
মাঝে মাঝে ভুতুম পেঁচার ডানা ঝাপটানো।
চোখ দুটো ল্যাম-পোষ্টের মতো টিপ-টিপ করে জ্বলছে।
নির্ঘুম পাখির মতো তাকিয়ে আছি অন্ধকারে।
একাকিত্ব আর নিঃসঙ্গতায় কে সঙ্গী করে, পড়ে আছি খাটের একপাশে।
ঘুমের রানীকে নির্ঘুম রাজা আলিঙ্গন করে রেখেছে। তোমার কথা মনে পড়তেই বুকটা কেঁপে উঠলো। মনের আকাশটা অন্ধকার রাতের মতোই, কালো মেঘের আড়ালে হারিয়ে গেছে।
হৃৎস্পন্দন বেড়ে গেছে, কষ্টগুলো বিষাক্ত কাঁটা হয়ে একটার পর একটা.
হৃদয়ের গভীরে আঘাত করছে।
নিজের অজান্তেই চোখ দিয়ে অশ্রুগুলো গড়িয়ে পড়ছে।
আজ ব্ড্ড বেশি মনে পড়ে তোমাকে।
হাড়িয়ে যাই তোমার কল্পনাতে।
খুব জানতে ইচ্ছে করে, তুমি আছো কেমন?
তুমি কি ভাবছো আমার মতো?
তোমার ভাবনায় আমি কখনো ছিলাম?
নাকি অন্য কেহ?
কখনো কি তুমি আমার ছিলে?
তুমি কি ভুলে গেছে সেই ওয়াদা?
হঠাৎ বিড়ালের ডাকে কল্পনা ভেঙ্গে, বাস্তবে আসি।
রাত হয়তো অনেক হয়েছে।
পানির পিপাসায় কলিজা শুকিয়ে গেছে।
কিন্তু উঠার মতো শক্তি নেই।
মনে হয় শরীরটাও আমার সাথে বেইমানি করতে চায়।
শরীরটা অনেক বেশি গরম,হয়তো জ্বর উঠছে। এমন করে কাঁপছে কেন জানি না। হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা কষ্টগুলো জড়ো হয়ে, বুকটা ছিঁড়ে বেড়িয়ে আসতে চায়। প্রতিটা কষ্ট কিট হয়ে শিড়া-উপশিড়ায় দৌড়া-দৌড়ি করছে। হয়তো তোমাকে মনে করার মতো,আর একটা রাতো পাবো কিনা জানি না। নিঃশ্বাস টাও গেলে আসতে চাইছে না।
সবাই তোমার মতো স্বার্থপর হয়ে গেছে। চোখের সামনে ভেসে ওঠে তোমার সেই হাসি মুখানি।
যে হাসি দেখে আমি পাগল হয়ে ছিলাম।
তুমি তো জানো ,তোমার হাসিতে আমি সব কষ্ট ভুলে যাই।
তুমি কি জানো তোমাকে ছাড়া আমি অনেক বেশি রোগা হয়ে গেছি। নাওয়া খাওয়া ভুলে গেছি।
লোকে আমাকে পাগল বলে। কিন্তু কারো প্রতি আমার অভিযোগ নেই।আমি তোমাকে কোন দোষ দিব না। শুধু একটি বার তোমাকে কাছ থেকে দেখতে ইচ্ছে করছে।
তোমাকে দেখতে দেখতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে ইচ্ছে করছে।
প্লীজ একটি বার কাছে এসো.!।
হঠাৎ চোখ দুটো ঝাপসা হয়ে আসছে।
হাসি মাখা মুখটাও বিলীন হয়ে যাচ্ছে।
স্মৃতিগুলো হাড়িয়ে গেছে।
বিদায়!!তুমি ভালো থেকো।
কোন সাড়া নেই...,নিস্তদ্ব...।
শুধু অন্ধকার ঘরে একরাশ শূন্যতার
লুকোচুরি খেলে, ঝিঁঝিঁ পোকারাও নিস্তব্ধ হয়ে গেছে। মনে হয় প্রাকৃতিও গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেছে।
গভীর ঘুমে নিমজ্জিত
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
348
Views
8
Likes
2
Comments
4.5
Rating