ফিলিস্তিন

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
যখন কাঁদতে কাঁদতে চোঁখের অশ্রু শুকিয়ে মরুভূমি হয়ে যায়।
তখন আর কতটা কাঁদতে বলবে তুমি?
যখন কষ্ট নামক ক্ষেপণাস্ত্রগুলো হৃদয়ে সহস্র আঘাত করে, ক্ষত বিক্ষত করে দেয়।
তখন আর কতটা আঘাত স‌ইবো আমি।
যখন হৃদয়টা পুড়ে পুড়ে লাভায় পরিণত হয়। তখন আর কতটা জ্বললে শান্ত হবে তুমি।
যখন এক এক করে সবাই কে কেরে নিলে,
আর কত হারাবো আমি।মা বাবা, বোনের রক্তে রঞ্জিত.আর কতটা রাঙিয়ে শান্তি পাবে তুমি?
যার আকাশ হলো ছাঁদ আর জামিন হলো বিছানা, তার কিইবা আছে বলো। এটাই কি তোমার ধর্ম আর মানবতা বলো?
আমিও তো তোমারি মতো মানুষ।
আমারো তো ব্যাথা লাগে, আমারো যে অনুভূতি শক্তি আছে।।
এতোটা কষ্ট বহন করার শক্তি আমার নেই।
দয়া করে আমাকেও মুক্ত করে দাও।হে দয়াময় নয়তো সবাই কে ফিরিয়ে দাও।।
341 Views
11 Likes
2 Comments
4.6 Rating
Rate this: