বাসার ভিতরে আসতেই আমি একজনকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম!😊
—আব্বু কেমন আছ?😍
(আমি খুশি হয়ে)
—ভালো,
তুই কেমন আসিছ?🥰
(আব্বু)
—ভালো।
(আমি)
আমি আব্বুকে ছেড়ে দিয়ে বললাম,😪
—আব্বু তুমি হঠাৎ এখানে?🤔
(আমি)
—বউ মা কে নিতে আসছি।😊
(আব্বু আমার দিকে মুসকি হেসে)
আব্বুর কথা শুনে আমি বোকা বুনে গেলাম!😳
আমাকে এমন থাকতে দেখে মামি হালকা হেসে বলল,
—এখানে অবাক হওয়ার কিছু নেই,
নীলা আমাদের সব বলেছে?🤨
(মামি)
—ম.ম.মা.মানে?🙈🙈
(আমি)
—তোমার আর নীলার বিয়ে হয়েছে যে সেটা আমরা সকলে জানি।😊
(মামা)
নীলার দিকে তাকাতেই ও আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারলো!😳
—অভ্র,
(আম্মু)
—জ্বি,
আম্মু।😌
(আমি)
—আমরা সকলে একটা ডিসিশন নিছি?🤨
(আম্মু)
—কি?🤔
(আমি আর নীলা একসাথে)
—কালকে তোদের আবার বিয়ে হবে!🤨
(আম্মু)
আম্মুর কথা শুনে আমরা দুজন লজ্জায় পড়ে গেলাম,🙈🙈 আর তারা আমাদের এমন চাওনি দেখে হাসতে হাসতে শেষ।🥱
—তোরা দুজন ফ্রেস হয়ে আয়।😁😁
(মামি হাসতে হাসতে)
তারপর আর-কি আমি সোজা রুমে এসে বাথরুমে চলে গেলাম, আর ফ্রেস হয়ে এসে দেখি নীলা এ রুমে বসে আছে?🤨
—তুমি এ রুমে কেন?😏
(আমি)
—মানে?🙄
(নীলা বসা থেকে উঠে)
—আমার রুমে তুমি কেন এসেছ?😉
(আমি)
—ভুলে যেওনা অভ্র,
আমি তোমার স্ত্রী!🤨
(নীলা)
—সেটা নাহয় বুঝলাম, কিন্তু আমাকে না জানিয়ে বাসার সবাইকে আমাদের বিয়ের বিষয়টা বলা কি ঠিক হয়েছে?😒
(আমি)
—ওরা প্রথম থেকে সবটা জানে😌
(নীলা লজ্জা পেয়ে)
—কি?🤔
(আমি অবাক হয়ে)
—ওই যে আমি তোমাকে অনেক আগ থেকেই ভালোবাসি!🥰 আর তুমি এখানের আসার পর থেকে তোমার সাথে আমার যা যা হয়েছে সবটা ওনারা জানে।😌
(নীলা)
—কি বলছ?😤
(আমি)
—হুম,
সব সত্যি?😊
(নীলা)
—কিস এর কথাও কি ওদের বলেছ?😁😁😁
(আমি)
আমার কথা শুনে নীলা তাড়াতাড়ি ফ্রেস হতে চলে গেল।😉 তারপর নিচে গিয়ে আমরা সবাই একসাথে খাবার খেয়ে নিলাম।😘 রাত্তে নীলা আমার বুকে মাথা রেখেই ঘুমিয়েছে!😏 সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমার পাশে নেই, তারপর ফ্রেস হয়ে নিচে গিয়ে দেখি অনেক লোকজন এখানে?🤔 ওহ, আজ তো আমাদের আবার বিয়ে, মানে আমার আর নীলার। মামিকে ডেকে নাস্তা করে নিলাম।
দুপুর ১২.৩০ টার দিকে নীলার কয়েকটা ছেলেবন্ধু আমাকে সাজিয়ে নিচে গিয়ে সোফায় বসালো আর আমার পাশে নীলাকে, তারপর কাজি সাহেব আমাদের বিয়ে পড়ানো শুরু করলো,😍😍 একটুপর কাজি একটা পেপারে নীলার সাইন নিলো। এবার আমি সাইন দিতে যাবো তখনি,😳
—আমি এই বিয়ে মানি না?😡😡😡
(মীম দৌড়ে আমার কাছে এসে)
—হচ্ছেটা কি মীম!🙄
(আমি)
—তুমি শুধু আমার, আর কারোর না।
(মীম আমার কাছে এসে)
মীমের কান্ড দেখে আমরা সকলে অবাক, আসলে বিয়েটা পারিবারিক ভাবে হচ্ছে তাই বাইরের লোকজন তেমন নেই, শুধু নীলার কাজিন আর আত্নীয়-স্বজনরা আছে।😊 নীলা এবার আর চুপ থাকতে পারেনি,
—ওই ছেমরি তোর সমস্যা কি রে?😬😬😬
(নীলা বসা থেকে উঠে)
—দেখুন আপু আপনি চুপ থাকুন,
এটা আমার আর অভ্রের বিষয়?
(মীম)
মীমের কথা শুনে আমি তো শকড খেয়ে গেলাম।😳
আর নীলা,
—আমার বিয়ে ভাঙতে এসে,
আবার বলছিস এটা তোর আর অভ্রর বিষয়।
আর আমি চুপ থাকবো হ্যাঁ!😡😡😡
(নীলা রেগেমেগে)
—দেখুন আপু আমরা দুজন দুজনকে ভালোবাসি।
(মীমের)
মীমের একথা শুনে আমি আর চুপ থাকতে পারেনি,
—কে তোমাকে ভালোবাসে?🙄
(আমি)
—অভ্র তুমি চুপ থাকো,
আমি জানি তুমি আমাকে ভালোবাসো?😊
(মীম)
মীমের কথা শুনে আমি তো 'থ'।😳
এবার নীলা গিয়ে মীমের গালে কষে দুটো থাপ্পড় বসিয়ে দিলো?😤 নীলা মীমের চুল ধরে টানাটানি শুরু করছে আর মীম নীলার। মীমের আম্মু এসে ওকে এক পাশে নিয়ে গেল, আর আমি নীলাকে।🥱
মামা-মামী গিয়ে মীমকে বুঝাতো লাগলো, প্রায় আধ ঘন্টা বুঝানোর পর অবশেষে মীমের আম্মু জোড় করে মীমকে ওনার সাথে বাসায় নিয়ে গেল। আর নীলা ভয়ে আমাকে জড়িয়ে ধরে আছে!😘
—নীলা সবাই দেখতেছে?🥱
(আমি নীলার কানের কাছে আস্তে করে)
—হু।
(নীলা)
নীলা এখনো আমাকে জড়িয়ে ধরে আছে। এবার আমি,😪
—নীলা এবার তো ছাড়ো,
নাহলে তো বিয়েই করতে পারবো না।😇
(আমি)
নীলা সাথে সাথে আমাকে ছেড়ে দিলো,😁😁
বিয়ের কাজ শেষ করে নীলাকে নিয়ে আমার বাসায় ফিরছি কুমিল্লায়।🥱 বাসায় ভিতিরে ঢুকতেই দেখি আমার হারামি বন্ধ গুলা বসে আছে।😳 রাত্তে ছাঁদে দাঁড়িয়ে হারামিদের সাথে গল্প করছি।😉 রাত ১১ টার দিকে ওরা জোড় করে আমায় বাসার ঘরে ঢুকিয়ে দিলো, আমি ভিতরে গিয়ে দরজাটা আটকে সামনে যেতেই নীলা এসে আমার পা ছুঁয়ে সালাম করতে যাবে তখন,
—তোমার জায়গা এখানে নয় পাগলি,
এখানে বুঝলে?❤️
(আমি ওকে বুকে টেনে নিয়ে)
নীলা আমাকে জড়িয়ে ধরে কাঁদতেই আছে,😭 হয়তো আমাকে হারানোর ভয়!🙁
—ওই পাগলি কাঁদছ কেন?
(আমি ওর কপালে ভালোবাসার পরশ এঁকে)
—আজ যদি মীম,😭😭
(নীলা আবার কাঁদতে লাগলো)
—তোমার ওযু আছে,
(আমি)
—হুম।
(নীলা)
তারপর আমরা দুজনে ২ রাকাত নফল নামাজ পড়ে নিলাম, নতুন জীবন শুরু করার আগে?❤️
—ওগো শুনছ?😁😁
(আমি)
—হু।
(নীলা লজ্জা পেয়ে)
—আমার না হেব্বি হাসি পাচ্ছে?🤪
(আমি)
—কেন?😌
(নীলা)
—জানি নাহ্।😎
(আমি)
—দ্যাট।😡😡
(নীলা রেগে)
—আমার একটা ইয়ে লাগবে?😌
(আমি)
—হবে না,
(নীলা)
—কেন?🙁
(আমি)
—আমাকে প্রপোজ করছিস?😡😡
(নীলা)
—নাহ্।
(আমি)
—তাহলে আগে প্রপোজ কর?😊
(নীলা)
—হু।
(আমি)
—কি হলো?😇
(নীলা)
বিছানার উপর থেকে একটা গোলাপ ফুল নিয়ে,😇
—হাজারটা ভুল করলেও রেখে দিবো শুধরানোর তালিকায়।😍 ভালোবাসি, ভালোবেসে যাবো, এই হৃদয়ের অট্রালিকায়!🥀
ওই মিসেস অভ্র, আমি তোমাকেই ভালোবাসি। আর সারাজীবন ভালোবেসে যাবো। I Love You!❤️
(আমি ওর সামনে হাটু গেড়ে)
—আমিও তোমাকে ভালোবাসি!🥀
(নীলা আমার হাত থেকে ফুলটা নিয়ে)
নীলা আমাকে জড়িয়ে ধরলো, আর আমি ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম।😊 হঠাৎ ও আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলো তারপর আমার ঠোঁট জোড়া নিজের কবলে নিয়ে নিলো। আর বাকিটা ইতিহাস!🥱 আর হ্যাঁ যেটা বলছিলাম, গল্পটা এখানেই শেষ।😊
#সমাপ্ত।
নতুন একটি প্রেমের কাহিনী গল্প আপলোড দিয়েছি। আপনারা প্লিজ,,,, গল্পটা পড়বেন।
আর সরি,,,গতকাল আমি গল্প আপলোড দিতে পারিনি। আজ দিলাম।
সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ 😇😇😇😇
সিনিয়র মামাতো বোনের প্যারা (পর্ব ১৩)
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
696
Views
19
Likes
5
Comments
4.8
Rating