আজকে ইশিতার গায়ে হলুদ সবার যে যার মতো ব্যাস্ত, এক আমি বাদে!😇 বিকেলে ছাঁদে বসে আছি তখনি,
—অভ্র,
আমায় একটা সত্য কথা বলবে?🙁
(রিদি আমার দিকে চেয়ে)
—হুম,
বলো।
(আমি ওর দিকে চেয়ে)
—নীলা কি সত্যিই তোমার বউ?
(রিদি)
—হুম।
(আমি মাথা নেড়ে)
রিদি আমার দিকে এক নজরেই চেয়ে আছে, একটুপর ও বলল?😪
—আচ্ছা বাই,
ভালো থেক।
(রিদি এবলেই নিচে চলে গেল)
সন্ধ্যার সময় রুমে বসে আছি তখন নীলা এসে,😤
—নাস্তা করছ!😘
(নীলা আমার কাছে এসে)
—নিশ্চুপ,🤨
(আমি কিছুই বলতেছি না)
—কি হলো কথা বলতেছ না কেন,
রাগ করলে বুঝি?😒
(নীলা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে)
—নিশ্চুপ,
(আমি এখনো চুপ করে আছি)
—অভ্র?🥰
(নীলা)
আমি চুপচাপ ওর কথা শুনতেছি কিন্তু কিছু বলতেছি না, আসলে ও আজ সারাদিন আমার সাথে একবারো দেখা করেনি তাই!🤨
নীলা গিয়ে দরজাটা আটকে এবার সোজা আমার কোলে এসে বসলো,🤪 শালার মাইরি আমি তো হেব্বি লজ্জায় পড়ে গেলাম। যাই হোক আমি ওর দিকে তাকাতেই পারতেছিনা,🙈🙈 আর ও আমার দিকে তাকিয়ে হাসতেছে?😉 আমি ওর দিকে তাকেতেই ও আমার দিকে চেয়ে দুষ্টু হাসি দিচ্ছে?😌
—নীলা কি হচ্ছে এসব?🤨
(আমি)
আসলে ও আমার সাথে যা শুরু করছে, হু।😤
—এখনো তো কিছু হয়নি,
তবে এবার হবে?😊
(নীলা দুষ্টু হাসি দিয়ে)
—ম.ম.মা.মানে?😒
(আমি ভয় পেয়ে)
নীলা ওর হাত দিয়ে আমার চোখ দুটো বন্ধ করে দিলো, তারপর আমার ঠোঁটে ওর ঠোঁট বসিয়ে দিয়ে পাগলের মতো চুষতে লাগলো!💋🙈🙈
একটুপর ও আমাকে ছেড়ে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলো তারপর আমার বুকের উপর ওর মাথা টা রেখে শক্ত করে জড়িয়ে ধরলো।😍😍
আমি ওর চুলের বিলি কেঁটে দিচ্ছি আর পাগলিটা আমাকে জড়িয়ে ধরে আছে!😘
—শুনো অভ্র,
তুমি শুধু আমার আর কারোর না বুঝলে?🥰
(নীলা আমার কপালে আদর করে)
—নাহ্,😁😁
(আমি ওকে রাগানোর জন্য বললাম)
—কি বললি?😡😡
(নীলা আমাকে ছেড়ে দিয়ে)
একটু আগেই, ও আমাকে কত সুন্দর করে তুমি বলে ডেকেছিল। আর এখন তুই?🙁
—ওই অভ্রের বাচ্চা।😡😡
(নীলা রেগেমেগে)
—হ্যাঁ গো, মিসেস অভ্রের বাচ্চা!🥴🥴
(আমি ওকে রাগানোর জন্য)
—তবে রে পাজি।😡😡
(নীলা)
আমাকে আর পাই কে? এক দৌড়ে বাথরুমে, তারপর ফ্রেস হয়ে চুপিচুপি রুমের ভিতরে ঢুকলাম। দেখলাম নীলা নেই, আর রুমের দরজাটা ও খোলা!😤
বিছানায় বসে ফেসবুক চালাচ্ছি তখন,
—নাস্তা করে নাও?🥰
(নীলা নাস্তার প্লেট টা আমার সামনে রেখে)
—হুম,
তুমিও নাও।😋
(আমি)
তারপর আমরা দুজনে মিলে নাস্তা করে নিলাম।😋
নীলা নাস্তার প্লেট নিয়ে রুমের দরজার কাছে গিয়ে?😪
—ইশিতার গায়ে হলুদ তাই তোমার সাথে একবারে রাত্তে ঘুমানোর সময় দেখা হবে?
আর হ্যাঁ, ভুলেও কোনো মেয়ের সাথে কথা বলবি না!🤨
(নীলা)
আচ্ছা নীলা কি আমাকে জ্ঞান দিয়ে গেল, নাকি ট্রেড, বুঝতে ছিনা।😉 যাই হোক নিচে গিয়ে দেখি কয়েকটা মেয়ে পটাতে পারি কি-না?🥴🥴 আপনারা আবার অন্যকিছু ভাবিয়েন না!😁😁
যায় হোক নিচে গিয়ে এক ভাইয়ের বাইকের করে ঘুরতে গেলাম!🥰 রাত্তে এসে বাসায় এসে দেখি হলুদ অনুষ্ঠান চলছে, আমি নীলাকে খুঁজে পাচ্ছি না অবশেষে দেখলাম, আমার সিনিয়র বউ টা হলুদ শাড়ি পড়েছে। তাকে দেখতে একবারে হলুদ পরির মতো লাগতেছিলো?😍😍
অনুষ্ঠান শেষ হলো রাত প্রায় ৩ টার দিকে তারপর ফ্রেস হয়ে বিছানায় বসে পা দোলাচ্ছি তখনি নীলা বাহির থেকে এসে ফ্রেস হতে গেল?🤨
একটুপর ও ফ্রেস হয়ে এসে দরজাটা আটকে দিয়ে আমার পাশে বসলো?🥰
—আমার বাবুটা কি করে?😊
(নীলা)
—তার বউয়ের কথা ভাবে?😉
(আমি)
এই রে আমি বলে ফেলছি?🙈🙈
—সত্যি!😍
(নীলা)
—আমার ঘুম পাচ্ছে?🥴
(আমি)
—আমারও।
(নীলা)
তারপর আমরা দুজন ঘুমিয়ে পড়লাম, তবে নীলা আমার বুকে মাথারেখে ঘুমিয়ে পড়লো!❤️
সকালে নীলার ডাকে ঘুম ভেঙে গেল, তারপর ফ্রেস হয়ে আমি আর নীলা নিচে গিয়ে নাস্তা করে আসলাম।
😋 দুপুরের দিকে জামাই চলে আসছে, সবাই জামাইকে নিয়ে ব্যাস্ত আর আমার চোখ শুধু নীলাকে খুঁজছে।😌 হঠাৎ সিড়ির দিকে চোখ পড়তেই দেখি নীলা একটা নীল শাড়ি পড়েছে, আমি এক নজরেই ওর দিকে চেয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে, আসমান থেকে নামা এক নীল পরি?😍😍
—কি দেখো এমন করে?😌
(নীলা আমার সামনে এসে)
—পরি দেখি!😍
(আমি ওর ভাবনায় ঢুবে)
—আমি মোটেও এত সুন্দর না?😌
(নীলা)
—সেটা আমি জানি।🥰
(আমি)
—কি বললি কুত্তা?😡😡
(নীলা)
এই রে ওর প্রশংসা করতে গিয়ে আমি আবার কি বলে ফেলছি, দূর!😁😁
ইশিতার বিয়েটা সম্পূর্ণ হলো, আর আমাদের ছুটি। আমি আর নীলা বিকেলে বাসে করে বাসায় ফিরছি, অবশেষে রাত্তে আমরা বাসায় পৌঁছালাম, তবে বাসায় ফিরে আমি অবাক না হয়ে পারলাম না।😳 কারণ, পুরো বাসাটা বিয়ে বাড়ির মতো করে সাঁঝানো!🥱
#চলবে..............#গল্পঃসিনিয়র_মামাতো_বোনের_প্যারা
আর বড় করব না। আর মাত্র ১ পর্বেই শেষ করে দিব।😇আশা করছি কিছু দিন পর একটা ভুতের গল্প লিখব।আপনারা কি বলেন 😎
সিনিয়র মামাতো বোনের প্যারা (পর্ব ১২)
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
744
Views
21
Likes
4
Comments
4.7
Rating