কাগজ টা নীলার হাতে দিয়ে বাথরুমে গিয়ে ফ্রেস হয়ে আসলাম,😪 তারপর বিছানায় থেকে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যাচ্ছি তখন নীলা?🥱
—বালিশ নিয়ে কোথায় যাচ্ছ?😡😡
(নীলা রেগে)
—ঘুমাতে!😁😁
(আমি)
—সেটা তো দেখতেই পাচ্ছি!😡😡
(নীলা)
—তাহলে জিজ্ঞেস করতেছ কীজন্য?🤪
(আমি)
—বিছানায় এসো ঘুমাবে?😌
(নীলা নরম কন্ঠে)
—আমি কি তোমার জামাই লাগি,
যে তোমার সাথে এক বিছানায় ঘুমাবো?😏
(আমি)
—হুম লাগো তো?😊
(নীলা হালকা হেসে)
—হুম,
কি কি কিইইইই?🤔
(আমি)
—বেশি কথা না বলে,
আমার সাথে বিছানায় এসে ঘুমা?🥰
(নীলা)
—সম্ভব না?😤
(আমি)
—তুই আসবি না-কি,
আমি গিয়ে তোকে নিয়ে আনতাম?😡😡😡
(নীলা রেগেমেগে)
—না থাক,
আমি আসছি?🙁
(আমি)
আমি বালিশটা বিছানায় রেখে ঘুমাতে যাবো, তখনি নীলা ওর বালিশটা নিচে ফেলে দিলো!🥱
—বালিশটা ফেলে দিলে কেন?🤔
(আমি)
—তোমার বুকে ঘুমাবো তাই?😌
(নীলা)
ওমা মাইয়া তো দেখতেছি আমার মারার প্লান করতেছে?🙁
—জ্বি না,
তা হচ্ছে না?🤨
(আমি)
কে শুনে কার কথা, নীলা আমার বুকে মাথা রাখলো তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো!🥱
—দেখো নীলা এসব ছেলেমানুষী বাদ দাও প্লিজ, আর আব্বু আম্মু, মামা, মামি ওরা জানলে কি হবে?🙁🙁
(আমি কান্না মিশ্রিত কণ্ঠে)
—কিছু হবে না?🤨
(নীলা আমার বুকে আদর করে)
নীলা ওর মুখটা আমার বুকের উপর থেকে তুলে আমার মুখের সামনে এসে আমার ঠোঁট গুলো দখল করে নিলো।💋 একটুপর ও আমাকে ছেড়ে দিয়ে?🤨
—তুই কি কিছু বুঝিস না,
আমি তোকে......?😒
(নীলা)
—কি?
(আমি)
—তোর জানা লাগবো না!😊
(নীলা হালকা হেসে)
তারপর ও আবার আমার, ঠোঁটে, গালে, মুখে পাগলের মতো আদর করতে থাকলো,🙈🙈 হঠাৎ আমার হাত দু'টো ওর কোমরে চলে গেল।🥱 নিজেকে যেন কন্ট্রোল করতে পারছিলাম না, আমিও ওকে পাগলের মতো আদর করতে লাগলাম।🥴
সকালে ঘুম থেকে উঠে দেখি নীলা আমার বুকের উপর ঘুমিয়ে আছে, আমি ওকে আমার বুকের উপর থেকে নামাতে যাবো তখন দেখি।😳 আমাদের দুজনের কারো শরিরে কোনো কাপড় নেই?🙁 হঠাৎই আমার মনে হলো কাল রাত্তের কথা, আমার যেন বিশ্বাসই হচ্ছে না?😤 আমি নীলাকে ধাক্কা মেরে!
—নীলা,
ও নীলা?🙁
(আমি)
—কি হয়েছে অভ্র?😊
(নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে)
—কাল রাত্তে আমাদের মাঝে কি হয়েছিল?🙁
(আমি)
—কেন গো অভ্র বাবু, তুমি জানো না?😊
(নীলা আমার কপালে একটা আদর মেখে)
—তুমি আমার মতো একটা নিস্পাপ ছেলের সাথে এটা করতে পারলে?😭😭
(আমি কান্না করতে করতে)
—হুম, পারলাম।😌
(নীলা আমাকে জড়িয়ে ধরে)
—ছাড় আমাকে?😡😡
(আমি)
—নাহ্।😊
(নীলা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে)
আমি এটা কি করলাম নীলার সাথে, ও তো আমার সম্পর্কে বড় আপু হয়।😭😭 বাড়ির সবাই যদি এটা জেনে যায় তখন আমি ওদের কি বলল?🙁 আমি এবার নীলাকে বললাম,
—নীলা আমাকে বিয়ে করবে?😌
(আমি)
—সম্ভব না!🤨
(নীলা)
—প্লিজ নীলা আমাকে বিয়ে করো,
আমি কারো কাছে খারাপ হতে চাই না।😭😭
(আমি কাঁদতে কাঁদতে)
—ওই, একটা মানুষকে কয়বার বিয়ে করবা।😊
(নীলা হাসতে হাসতে)
—মানে!😭😭
(আমি)
—আমি তোমার বিয়ে করা বউ?😊
(নীলা আমার কপালে আদর করে)
—আমি তোমাকে কবে বিয়ে করলাম।🤔
(আমি)
—কালকে একটা কাগজে সাইন করছ যে মনে আছে?😌
(নীলা আমার গাল টেনে)
—রাত্তে!😤
(আমি)
—হুম,
ওইটায় আমাদের বিয়ের কাবিননামা!😘
(নীলা)
—সত্যি?😍😍
(আমি খুশিতে নীলার সারা মুখে আদর করে)
—ওই হচ্ছেটা কি?😤
(নীলা)
—আসলে,
(আমি)
—থাক বলা লাগবো না,
চলো গোসল সেরে আসি?🥱
(নীলা)
—আমি পারবো না?😎
(আমি)
আমাকে না জানিয়ে আমাকেই বিয়ে করা হু।😤
—প্লিজ?
(নীলা)
তারপর আর-কি নীলাকে কোলে করে নিয়ে বাথরুমে গেলাম, তারপর গোসল সেরে রেডি হয়ে নিচে গেলাম।😇 আজকে যতবারই আমার আর নীলার চোখে চোখ পড়ছে ততবারই আমরা দু'জনে লজ্জায়!🙈🙈
আমি নাকি বিয়ে করেছি আমার বিশ্বাসই হচ্ছে না!😍😍 তা-ও আবার আমার নীলা আপুরে থুক্কু নীলারে?😁😁 ইশশ কথাটা মনে আসতেই আমার হেব্বি হাসি পাচ্ছে, আপনারা আবার কিছু মাইন্ড কইরেন না?😁😁😁😁
#চলবে............
সিনিয়র মামাতো বোনের প্যারা (পর্ব ১১)
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
937
Views
16
Likes
1
Comments
4.4
Rating