সিনিয়র মামাতো বোনের প্যারা (পর্ব ১০)

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
সকালে ঘুম ভাঙতেই দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর কোলবালিশ তার দেখতেছি খাটের উপর নেই!😳
ফ্লোরের দিকে আমার চোখ পড়তেই দেখি কোলবালিশ টা নিচে পড়ে আছে?🙁 আমি নীলাকে আমার বুকের উপর থেকে সরাতেই পারতেছি না, কারণ নীলা আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে!😡

—নীলা,
ওই নীলা?😒
(আমি নীলাকে ধাক্কা মেরে)

—ঘুমাচ্ছিত অভ্র,
প্লিজ ডিস্টাপ করো না!😊
(নীলা একবার আমার দিকে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়লো)

আর আমি তো নীলার কথা শুনে ভাবতেছি, আমি ওকে ডিস্টাপ করতেছি না-কি ওই আমাকে ডিস্টাপ করতেছে?🤔

—নীলা দেখো কত বেলা হয়ে গেছে?😒
(আমি)

নীলা আমার বুকের উপর থেকে উঠে আমার ঠোঁটের উপর ঠোঁট রেখে আবার ঘুমিয়ে পড়লো, আর আমি নীলার কান্ড দেখে!😳😳
নীলার ঠোঁট গুলো আমার ঠোঁটের উপর রাখাই ওর প্রতিটি শ্বাস-নিশ্বাস আমার উপর পড়তেছে?😌

নীলার নিশ্বাসের গরম বাতাস গুলোর কারণে, হঠাৎই আমার ঠোঁট গুলো কাঁপতে শুরু করলো।🙁 আমি নিজেকে কোনো ভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না? এতপর, নীলার ঠোঁট গুলো পাগলের মতো ছুষতে লাগলাম।💋 আমার ঠোঁটের স্পর্শ পেতেই নীলার ঘুম ভেঙে যায়, তারপর দেখে আমি ওর ঠোঁট গুলো নিজের কবলে নিয়ে নিছি!🥱 একটুপর নীলা আমার সাথে রেসপন্স দিতে লাগলো!😍😍
একটুপর ওকে ছেড়ে দিতেই, ও আমাকে এক টান দিয়ে আবারো লিপস্টিকের ইতিহাস গড়ে দিলো।😁😁
পাক্কা ৫ মি. পর ও আমাকে ছেড়ে দিতেই আমরা দু'জন হাপাতে শুরু করলাম।😤 ওর দিকে তাকাতেই দেখি ও আমার দিকে তাকিয়ে হাসতেছে, আর আমি তো লজ্জায় ফেটে যাচ্ছি!🤪

—অভ্র তুমি একটা মেয়ের সরলতার সুযোগ নিয়েছ, এটা কি ঠিক?😊
(নীলা দুষ্টু হাসি দিয়ে)

বাব বাহ আগে যে ওনি আমাকে ওইসব করতো, তখন বুঝি আমার সরলতার সুযোগ নেয়নি?🤨 আর এখন আমি করলেই দোষ।😎 তারপরও আমারটা একটা এক্সিডেন্টই ছিল, তবে চায় বলুন না কেন ওইটা কিন্তু সেই ছিল।😁😁

—অভ্র?
(নীলা)

—হুম।
(আমি মাথা নিচু করে)

—তোর ঠোঁট গুলো এত মিষ্টি কেন রে?😋
(নীলা এবলেই আবার হাসতে লাগলো)

আর ওর কথা শুনে আমি তো।🙈🙈

—তোমার কি লজ্জা করে না, এসব বলতে?😌
(আমি)

—লজ্জা করতে যাবে কেন, তুমি তো আমার ভবিষ্যৎ হাসবেন্ড!😊
(নীলা)

নীলা এবার আমার কাছে এসে আমার কপালে একটা আদর মেখে দিয়ে বলল?😪

—আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলবি না, শুধু আমার সাথে কথা বলবি।
আর তোর যা যা লাগবে শুধু আমাকে বলবি, হু!😊
(নীলা আমার মাথায় হাত বুলিয়ে বাথরুমে চলে গেল)

আর এতক্ষণ নীলার কথা গুলো আমার মাথার উপর দিয়ে গেল?🥱 নীলা ফ্রেস হয়ে আসতেই আমি বাথরুমে ফ্রেস হতে গেলাম, ফ্রেস হয়ে এসে দেখি নীলা আয়নার সামনে বসে চুল আঁচাচ্ছে!😍😍 আমি গিয়ে বিছানায় উপর বসলাম, আজকে যেন আমার একটু বেশিই পাচ্ছে আর-কি(শরম)?🙈🙈

—ওই কি দেখো এমন করে?😊
(নীলা চুল আঁচাড়াতে আঁচড়াতে বলল)

—পরি দেখি?😘
(আমি ওর ভাবনায় মগ্ন হয়ে)

—যাহ্!
(নীলা লজ্জা পেয়ে)

—তোমাদের রোমান্টিকতা শেষ হলে, নিচে এসো নাস্তা খেতে?😁😁
(ইশতা দরজার সামনে দাঁড়িয়ে)

ইশতার কথা শুনে আমার ভাবনা ভেঙে গেল, আর আমি তো হেব্বি লজ্জায় পড়ে গেলাম, আর নীলাও দেখি সেম টু সেম।🙈🙈🙈
ইশতা চলে যেতেই আমি বললাম,😪

—ওগো শুনছ,😁😁
(আমি)

আমি ওই কথাটা নীলাকে লজ্জা পাওয়ানোর জন্য বলছি, আসলে ওকে লজ্জা পেলে হেব্বি লাগে!😤

—হুম।😌
(নীলা লজ্জা পেয়ে)

—তোমার বান্ধবী কি বললো শুনোনি!😍😍
(আমি)

—নিশ্চুপ।
(নীলা চুপ হয়ে আছে)

—আরে বাব বাহ তোমার দেখছি লজ্জাও আছে?😎
(আমি)

আমি এবার নীলার দিকে তাকাতেই দেখি নীলার গাল গুলো টমেটোর মতো লাল হয়ে গেছে!😁😁

আর নীলা মনে মনে বলতেছে, বদজাত টা আমাকে লজ্জায় পেলে দিয়ে আবার বলতেছেও?
বাব বাহ তোমার দেখি লজ্জাও আছে!😌
আমারো সুযোগ আসবে অভ্র বাবু, তখন আমি তোমাকে সুদে-আসলে বুঝিয়ে দেব নে?😏

—আপু আমি গেলাম!🤪
(আমি)

আমি দরজার কাছে আসতেই নীলা,😪

—ওই তুই আমারে কি বললি?😡😡😡
(নীলা)

—তোমার লজ্জা ভাঙানোর জন্য ওই কথা বলছি, হিহিহিহি!😁😁😁
(আমি হাসতে হাসতে নিচে চলে গেলাম)

—দুলাভাই,
আমার বান্ধবী টা কই?
(ইশিতা)

—ওই যে আসতেছে?🥱
(আমি সিড়ির দিকে হাত দেখিয়ে)

তারপর আমি, নীলা, আর ইশিতা নাস্তা করে নিলাম।😋 আর বাকিরা আগেই নাস্তা করে নিছে।😪

—দুলাভাই আপনি রেডি তো?😊
(ইশিতা)

—কেন?🤔
(আমি)

হঠাৎ ইশিতার আম্মু এসে,😪

—তোমরা দুজন ইশিতার সাথে শপিংমলে যাও,
আর শপিংমলে গেলে ইশিতার হবু জামাই ও আসবে।🥰
(ইশিতার আব্বু)

—জ্বি আংকেল।🤪
(আমি)

তারপর আমরা তিনজন একটা মাইক্রোতে করে বেরিয়ে পড়লাম।🥱 অবশ্য গাড়ি টা ইশিতা চালাচ্ছে, আমি আর নীলা পিছনেই বসেছি।😤

গাড়িটা পথবেয়ে চলতেছে আর আমি বাহিরের প্রকৃতি জানালাম কাচ দিয়ে দেখিতেছি।😘
নীলা আমার হাতে হাত রাখতেই আমি ওর দিকে তাকাতেই ও সামনের দিকে তাকিয়ে মুসকি হাসছে,😊 আমিও আর কিছু বললাম না। তারপর শপিংমলে গাড়ি পার্কিং করে বের হয়ে আসতেই দুজন আমাদের দিকে এগিয়ে আসছে অবশ্য একজন ছেলে আরেকজন মেয়ে!😍😍
ওরা দুজন আমাদের কাছে এসে দাঁড়াতেই বুঝলাম, ছেলেটা আর কেউ না ইশতার হবু জামাই। আর মেয়েটা বোধহয় ওনার বোন?🤨

—হাই,
কেমন আসিছ?😊
(ছেলেটা নীলার দিকে তাকিয়ে)

—হুম ভালো,
তুই কেমন আসিছ?🤨
(নীলা)

—ভালো নেই?
(ছেলেটি)

—কেন রনি,
তোর আবার কি হলো?🤨
(নীলা)

—তোর বান্ধবীটা আমাকে বিয়ের আগে যে প্যারা দিতেছে, না জানি বিয়ের পর কি করে?🤪
(রনি)

—আমি তোকে প্যারা দেয়,
ধারা তোকে বিয়ের পর বুঝাবো প্যারা কি জিনিস?😤
(ইশিতা)

ওদের কান্ড দেখে আমরা সবাই হাসতেছি!😁😁
তবে এতক্ষণে বুঝলাম ওদের লাভমেরেজ হচ্ছে?

—অভ্র তোমাকে পরিচয় করিয়ে দেয়,
ও হচ্ছে রনি আমার হবু বর।😊
আর এ হচ্ছে আমার একমাত্র ননদ, রিতা।
(ইশিতা)

তারপর ওরা সবাই শপিং করতে চলে গেল, আমি বাদে। আমি বাহিরে একটা টুলে বসে ফ্রী-ফায়ার খেলতেছি!😤 হঠাৎ দেখলাম, ওই মেয়েটা মানে রিতা এসে আমার পাশে দাঁড়ালো?😍😍

—হাই,
(রিতা)

আমি খেলাটা শেষ করে!😪

—হুম বলেন?🤨
(আমি)

—আপনাকে ভিতরে ডাকতেছে?😤
(রিতা)

—আসছি,
বাই দা ওয়ে, তুমি কিসে পড়ো?🥱
(আমি)

—ক্লাস ৯ এ।🥰
(রিতা)

তারপর আমি আর রিতা ভিতরে গেলাম, পাক্কা ৩ ঘন্টা পর শপিং শেষ হলো।😪 তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম সেখানে খাবার খেয়ে বাসায় ফিরলাম।🥱 তারপর বাসায় ফিরেই রুমে এসে দিলাম এক ঘুম?😤

বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে আসলাম, তারপর ছাঁদে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মেয়ের মেলা!😁😁 আমি এদিক সেদিক তাকিয়ে দেখি নীলা ও এখানে আছে, তবে অনেকগুলো মেয়ের সাথে বসে গল্প করতেছে?😤

—নীলা দেখছিস, ছেলেটা আমাদের দিকে আসতেছে।😏
(একটা মেয়ে)

—ছেলেটা কিন্তু সেই, আমাকে প্রপোজ করলে আমি আজই ওকে বিয়ে করে নেব?😌
(আরেকটা মেয়ে)

নীলা চুপচাপ ওদের করে শুনছে, আর এখানে দেখলাম রিদিও বসে আছে?🥱

—কিরে নীলা, অভ্রকে যে আসছে আমাকে তো বলিসনি?😍
(রিদি নীলার দিকে চেয়ে)

এবার নীলা বলল,

—তোরা কি শুরু করছিস,
এটা তোদের দুলাভাই।😊
(নীলা হালকা হেসে)

—তুই অভ্রকে কবে বিয়ে করলি?
(রিদি মুখ কালো করে)

—৩ দিন আগে।
(নীলা)

আমি গিয়ে নীলার সামনে দাঁড়ালাম তখন,

—দুলাভাই কেমন আছেন?🥰
(মেয়েগুলো)

—হুম ভালো!
(আমি)

রিদির দিকে চেয়ে দেখি ওর মন খারাপ তাতে আমার কি?😪

—নীলা রুমে আসো?😏
(আমি এবলেই রুমে চলে আসলাম)

একটুপর নীলা রুমে এসে দরজাটা আটকে দিয়ে আমার সামনে এসে,

—কেন ডেকেছ?😏
(নীলা)

—তুমি আমাকে পেয়েছ টা কি, যখন তখন সবার সামনে আমাকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিতেছ?😡😡
(আমি রেগে)

নীলার দিকে তাকিয়ে দেখি ওর মুখকালো করে আছে,🙁

—দেখো, আমার এসব একদম ভালো লাগছে। প্লিজ বন্ধ করো এসব?😡😡
(আমি)

নীলা এবার কান্না করতে করতে বাথরুমে চলে গেল,
আচ্ছা আমি কি এটা ঠিক করেছি না-কি ভুল?🤔
একটুপর নীলা বাথরুম থেকে বের হলো তবে ওর চোখ গুলো ফুলে গেছে বোধহয় কান্না করেছে?😒 নীলা এবার ওর ব্যাগটা নিয়ে নিচে চলে গেল।😤

দেখতে দেখতে সন্ধ্যা হলে গেল, কিন্তু নীলার আসার কোনো পাত্তায় নেই। সন্ধ্যা নিচে গিয়ে খেয়ে আসলাম, আন্টিকে নীলার কথা জিজ্ঞেস করতেই আন্টি বলল, নীলা আর ইশিতা কোথাও যেন গেছে?🤔

তারপর রুমে এসে মুখটা কালো করে বিছানার উপর বসে আছি, দূর কিছুই ভাল লাগছেনা।🥱
পকেট থেকে ফোনটা বের ফ্রী-ফায়ার খেলতে লাগলাম।
১ ম্যাচ শেষ হতেই ফোনটা রেখে দিলাম। রাত্তে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলাম?🤨 রুমে বিছানায় বসে পা দোলাচ্ছি হঠাৎ দেখলাম নীলা রুমে এসে দরজাটা আটকে আমার পাশে ব্যাগ টা রেখে বাথরুমে চলে গেল।😪
একটুপর ও বাথরুম থেকে এসে, আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকিয়ে দেখি ওকে যেন খুশি খুশি লাগতেছে?😊

—কোথায় গেছিলে?😡😡
(আমি রেগে)

—একটু বাহিরে গেছিলাম?😏
(নীলা)

নীলা ওর ব্যাগ টা থেকে একটা কাগজ বের করে আমার সামনে রেখে একটা কলম আমার হাতে দিয়ে বললো,🤨

—এখানে একটা সাইন করে দাও তো?😊
(নীলা নরম কন্ঠে)

আজ এমনিতেও ওকে কষ্ট দিছি তাই আর কিছু বললাম না, কলম টা নিয়ে কাগজটাই একটা সাইন করে দিলাম!😤

#চলবে..................
1.78K Views
17 Likes
1 Comments
4.7 Rating
Rate this: