সিনিয়র মামাতো বোনের প্যারা (পর্ব ০৮)

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ইশিতা তোকে পরিচয় করিয়ে দেয়,
ও হচ্ছে তোর দুলাভাই।😌
(নীলা আমাকে দেখিয়ে)

নীলার কথা শুনে আমি তো অবাকের শেষ পর্যায়।😳
আমি আবার কবে বিয়ে করছি?🤔

—দুলাভাই কেমন আছেন?😊
(ইশিতা মুসকি হেসে)

—এইতো মাইনকার চিপায় থাকলে যেমন থাকে আর-কি?😁😁😁
(আমি মনে মনে)

—দুলাভাই কিছু বললেন না-কি?🥰
(ইশিতা)

—না গো শালিকা,
তবে ভাবতেছি।😎
(আমি)

—কি?🤔
(ইশিতা)

নীলা আর ইশিতা আমার দিকে চেয়ে আছে, যে আমি কি বলি?🤨

—আমরা কি বাহিরে দাঁড়িয়ে থাকবো?😉
(আমি)

ইশিতা আমার করহা শুনে বোধহয় লজ্জা পেয়েছে, কারণ ও মাথাটা নিচে করে আছে?😁😁

—চলুন!🙁
(ইশিতা মন খারাপ করে)

তারপর আমি আর নীলা ভিতরে গিয়ে সবার সাথে পরিচিত হয়ে নিলাম। পরে ইশিতা আমাদের একটা রুমে নিয়ে গেল?😪

—নীলু তোরা দুজনে ফ্রেস হয়ে নে!
আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি?😊
(ইশিতা)

—হুম।
(নীলা মাথা মেড়ে)

ইশিতা রুমে থেকে যেতেই আমি দরজাটা আটকে নীলার কাছে গিয়ে দাঁড়ালাম।😪

—এটা কি হলো?😡😡
(আমি রেগে)

—যেমনটা হওয়ার কথা ছিল ঠিক তেমনটা?😁😁
(নীলা হাসতে হাসতে)

—তাই ব'লে?🙁
(আমি)

—ওলে বাবুরে,আমার বাবু টা বুঝি রাগ করছে?😁😁
(নীলা আমার গাল টেনে)

আমি তো নীলার কান্ড থেকে লজ্জায় লাল হয়ে গেলাম।🙈🙈

—ওই আমার গাল টানবানা।😇
(আমি মাথা নিচু করে)

—কেন গো?😍
(নীলা)

—ওটা আমার বউয়ের সম্পত্তি, বুঝলা?😁😁
(আমি)

নীলা আমার মতো শুনে লজ্জায় লাল হয়ে গেছে।😁😁
আমিও হারামি কম কিসে? আমি বললাম,😉

—তোমাকে গাল দু'টো না হেব্বি কিউট?😁😁
(আমি এবলেই নীলার গাল দু'টো জোড়ে একবার টেনে। দৌড়ে বাথরুমে চলে আসলাম)

একটুপর বাথরুম থেকে বের হয়ে আসলাম, দেখলাম ইশিতা বসে আছে। যাক বাবা বাঁচা গেল?😁😁

—দুলাভাই নাস্তা করে নেন?😊
(ইশিতা)

—হুম।
(আমি)

তারপর আমি আর নীলা নাস্তা করে নিলাম।😊
একটুপর ইশিতা আমাদের রুমে থেকে যেতেই নীলা দরজাটা আটকে দিয়ে আমার দিকে এগতে লাগলো?😳😳

—তুমি আমার দিকে এভাবে আসতেছ কেন?🙁
(আমি ভয় পেয়ে)

আমি একটু একটু করে পিছনে যেতেই এবার দেয়ালের সাথে আমার পিঠ লেগে গেল,
নীলা এবার আমার সামনে এসে।😒

—তখন কি যেন বলেছিলি আমায়?😊
(নীলা হালকা হেসে)

—মনে পড়ছে না তো?🙁
(আমি, আসলে ভয়ে আমার অবস্থা শেষ)

—আমার গাল দু'টো হেব্বি কিউট, তাই না গো বাবু।😊
(নীলা হাসতে হাসতে)

—হুম, এই না।🙁
(আমি)

নীলা এবার আমার হাতটা ওর গালে নিয়ে বলল,😒

—তখন আমাকে একথা বলার জন্য,
শাস্তি পেতে হবে?😡😡
(নীলা রেগে)

—কি?
(আমি হাতটা ছাড়াতে চাচ্ছি কিন্তু নীলার জন্য পারতেছিনা)

—আমার একটা আদর করতে হবে?😌
(নীলা আমার হাতটা ওর গালে রেখে)

—অসম্ভব?🙁
(আমি)

—তুই আমাকে আদর না করলে কিন্তু আমি তোর নামে আন্টির কাছে বিচার দিবো,
যে তুই আমাকে জোড় করে কিস করছিস।😊
(নীলা মুসকি হেসে)

—প্লিজ এসব করো না?
(আমি)

—ঠিক আছে এসব করবো না, তবে আমায় আগে আদর করো?😊
(নীলা)

ওমা এ মাইয়ার তো দেখি লজ্জা সরম বলতে কিছু নাই। আর থাকবোই বা কেমনে, এখানে আসার সময় ওর বান্ধবীরে বলে কি-না আমি ওর জামাই!🙁

—আচ্ছা ঠিকাছে আগে চোখ বন্ধ করো?
(আমি)

—জ্বি না, এটা হচ্ছে না।
(নীলা)

—তাহলে আমিও আদর করবো না।
(আমি)

আমার কথা শেষ হতেই নীলা চোখ দুটো বন্ধ করে নিলো?😳 আর আমি ওর মুখটার দিকে চেয়ে আছি।😘 মনের অজান্তেই ওর চোখের সামনে থাকা চুল গুলো আমার হাত দিয়ে সরিয়ে দিলাম। তারপর আমি ওর গালে একটা আদর করলাম।😍😍
আমি ওর তাকাতেই দেখি ও আমার দিকে এক পলেকে তাকিয়ে হাসছে, আর আমিতো লজ্জায়.....?🙈🙈🙈

#চলবে.............

গল্পটা কেমন হয়েছে জানাবেন?😘
আমি খুবই দুঃখিত কারণ আমি আগামীকাল গল্প দিতে পারবনা 😢তাই আমি খুবই দুঃখিত।😢😢
932 Views
23 Likes
1 Comments
4.3 Rating
Rate this: