সিনিয়র মামাতো বোনের প্যারা (পর্ব ০৭)

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ফোনের সেটিংস ঠিক করতেই প্রায় সন্ধ্যা পেরিয়ে গেল। হঠাৎ আম্মু আমার রুমে এসে,😪

—কি করস রুমে বসে?🥰
(আম্মু আমার কাছে এসে)

—গেম গেলি।😍
(আমি অবশ্য এখন ফ্রী-ফায়ার খেলতেছি)

—কিরে ফোন না নষ্ট হয়ে গেছে, তাহলে?🤔
(আম্মু আমার পাশে বসে)

—নীলা কিনে দিছে?😌
(আমি)

—আচ্ছা তুই কি সত্যিই কিছুই বুঝছ না?😒
(আম্মু আমার মাথায় হাত বুলিয়ে)

—আমি আবার কি বুঝি না, হু।
(আমি ফোনটা রেখে)

—আচ্ছা আমি যাই।🥰
(আম্মু)

—হুম।
(আমি)

আম্মু নিচে চলে গেল, আর আমি ফ্রেস হতে গেলাম।😉
একটুপর রেডি হয়ে নিচে চলে আসলাম। তারপর সবাই মিলে নাস্তা করে নিলাম!😋

—অভ্র?
(মামা)

—জ্বি মামা।
(আমি)

তারপর আমি গিয়ে মামার পাশে বসলাম(সোফায়)।😏

—তোকে একটা কথা বলার ছিল?
(মামা)

—হুম বলো!😎
(আমি)

—কালকে সকালে রেডি থাকিস!🥰
(মামা)

—কেন?🤔
(আমি)

—নীলার সাথে এক জায়গায় যাবি।
(মামা)

—ওহহহ,
(আমি)

তারপর আমি সোজা নীলার রুমের সামনে এসে।😇

—আসবো?😎
(আমি)

—হুম।
(নীলা মাথা নেড়ে)

—কি করো?😉
(আমি)

—ভাল লাগছে না, তাই বসে আছি?
(নীলা)

—ওহ, আচ্ছা আমি তাহলে যাই!🤨
(আমি)

আমি চলে যাবো তখন নীলা,

—অভ্র শুনো,
(নীলা)

—কালকে আমি আর তুমি এক জায়গায় যাবো?😌
(নীলা)

—হুম, মামা বলেছে!😏
(আমি)

—আজকে হঠাৎ তুমি আমার রুমে আসলে,
আবার চলে যাচ্ছ।🤔
(নীলা)

—ভাবছিলাম, আজকে দু'জনে গল্প করবো?
কিন্তু, তোমার তো ভালো লাগছে না।
তাই চলে যাচ্ছি!😉
(আমি দরজার কাছে যেতেই)

—অভ্র ছাঁদে যাবে?😇
(নীলা)

আমি কিছুক্ষণ ভেবে তারপর বললাম,

—চলো।
(আমি)

তারপর দু'জনে মিলে ছাঁদে গেলাম।😘

—আমাকে তোমার কেমন লাগে?😌
(নীলা)

—ভালোই তো?😎
(আমি)

—তাহলে তো হয়েই গেল?😊
(নীলা মুসকি হেসে)

—কি?🙄
(আমি)

হঠাৎ মেয়েলি কন্ঠে?

—অভ্র?
(মেয়েলি কণ্ঠে)

আমি এপাশ ওপাশ তাকিয়ে দেখে মীম ডাকতেছে, ওদের ছাঁদে দাঁড়িয়ে?😉

—কি?
(আমি)

—বিকেলে আসলে না যে?😊
(মীম)

—ঘুমিয়ে ছিলাম!😇
(আমি)

—আপু কেমন আছেন?
(মীম)

—ভালো!
(নীলা)

আমি নীলার দিকে তাকিয়ে দেখি মেয়েটা রেগে আছে, কিন্তু কেন?🤔

—আম্মু ডাকতেছে আমি গেলাম।😊
(মীম হালকা হেসে)

—ওই, তোকে আমি কি বলেছিলাম?😡😡
(নীলা)

—কি?
(আমি)

—কিছু না,
চল নিচে যায়।
(নীলা আমার হাত ধরে)

তারপর আমি আর নীলা নিচে চলে আসলাম।
রাত্তে খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়লাম।😪

সকালে কারো নরম হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙতেই দেখি নীলা আমার পাশে বসে আছে। নীল শাড়ি, নীল চুড়ি, আর কপালে একটা টিপ, একবারে নীলাকে যেন নীলপরি লাগতেছিল।😊
আমি তো ওকে দেখে ক্রাস খাইছি?😁😁
আমি এখনো ওর দিকে তাকিয়ে আছি।😇

—কি দেখ এমন করে?😌
(নীলা)

—তোমাকে?😇
(আমি)

—তাই না-কি?😊
(নীলা আমাকে ধাক্কা মেরে)

—জ্বি।
(আমি)

হঠাৎ আমার ভাবনা ভেঙে গেল। আর আমি,🙈🙈🙈

—আসলে হয়েছে কি?😌
(আমি)

—তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়?😊
(নীলা এবলেই নিচে চলে গেল)

আমি সোজা বাথরুমে গিয়ে গোসল সেরে একবারে রেডি হয়ে নিচে নামলাম, আজ একটা নীল সার্ট পড়েছি।😪

—তুই কি সত্যি আমার ছেলে?🥰
(আম্মু)

—না গো, তুমি আমার আম্মু!😁😁😁
(আমি)

আমার কথা শুনে সকলে মুসকি মুসকি হাসছে!😪

—একটু এদিকে আয় তো?😊
(আম্মু)

আমি আম্মুর কাছে আসতেই,

—ওর সাথে যাবি,
কোনো দুষ্টুমি করবি না।🥰
(আম্মু আমার কপালে আদর করে)

—হুম।
(আমি মাথা নেড়ে)

—আম্মু আমরা আসি!
(নীলা)

—সাবধানে যাস।😊
(মামি)

—হুম।
(নীলা)

—অভ্র,
(মামা)

—জ্বি, মামা।
(আমি)

—নীলাকে চোখে চোখে রেখও।🥰
(মামা)

—হু।
(আমি)

তারপর আমরা সকলে মিলে বাড়ির বাহিরে আসলাম।
তারপর আমি,😪

—আমরা কিসে যাবো?🤔
(আমি)

—বাসে করে।😘
(নীলা)

তারপর আমি আর নীলা একটা রিক্সা করে বাসটপে আসলাম।

—আমরা কোথায় যাবো?🤔
(আমি)

—রাজশাহী।😊
(নীলা হালকা হেসে)

—আচ্ছা আমরা ওখানে কেন যাচ্ছি?🤨
(আমি)

—আমার বান্ধবীর বিয়েতে।😊
(নীলা)

—ওহহহ,
(আমি)

—দাঁড়িয়ে আছ কেন, তাড়াতাড়ি টিকিট কেটে আনো।😊
(নীলা)

তারপর বাসের টিকিট কেটে বাসে উঠলাম। অবশ্য আমার আর নীলার চিট পাশাপাশি পড়েছে।🤨

—অভ্র আজকে আমাকে কেমন লাগছে বলতো?😊
(নীলা)

—সকালে তো একবার বললাম।😁😁😁
(আমি আস্তে করে)

—কিছু বললি।
(নীলা)

—নাহ, ভালোই লাগতেছে।😍😍
(আমি)

—তোর গার্লফ্রেন্ড আছে?😌
(নীলা মাথা নিচু করে)

—নেই তবে খুব শীগ্রই হয়ে যাবে।😘
(আমি মুসকি হেসে)

—কিভাবে?😒
(নীলা গভির আগ্রহ নিয়ে)

—তুমি না বললে, আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি?
ভাবতেছি, ওখানে গিয়ে একটা মেয়ে পটিয়ে নেব।😎
(আমি)

—হা হা হা হা হা।😁😁
(নীলা একগাল হেসে দিলো)

আমরা দুজন এখন চুপচাপ বাহিরের মনরোর পরিবেশটা দেখতেছি, হঠাৎ নীলা।

—আচ্ছা অভ্র,
মীমের সাথে তোমার এত কি?😒
(নীলা)

—জাস্ট ফ্রেন্ড।😊
(আমি)

—সত্যি,
(নীলা)

—আর কিছু বলবে?😪
(আমি)

—কেন?
(নীলা)

—আমার ঘুম পাচ্ছে?😊
(আমি)

—নাহ,
আচ্ছা তুই ঘুমা।😊
(নীলা হাসকা হেসে)

তারপর আমি ঘুমিয়ে পড়লাম। আর নীলা মনে মনে ভাবছে, মীমের সাথে আমাকে এব্যাপারে কথা বলতে হবে। আর এখন সমস্যা হলো রিদি।😒
আর এদিকে আমি ঘুমের মাঝে নীলার গাড়ে মাথা রেখে ঘুমিয়ে আছি।😊
আর নীলা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।🥰

—অভ্র উঠ।
(নীলা আমাকে ধাক্কা মেরে)

—কি হয়েছে।
(আমি ঘুম থেকে উঠে)

—আমরা এসে গেছি।
(নীলা)

—ওহ।
(আমি)

তারপর আমি আর নীলা, রিক্সা করে একটা বিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালাম।😊
বোধহয় এটাই ওর বান্ধবীর বাড়ি।😪
যায় হোক ভিতরে গিয়ে দেখি একটা মেয়ে পটায়তে পারি কি-না!😍😍

—অভ্র,
(নীলা)

—হুম আপু বলো!😎
(আমি)

—কি বললি?😡😡😡
(নীলা)

—এটা কিন্তু বিয়ে বাড়ি, হি হি হি?😁😁😁
(আমি হেসে)

—তোকে পরে বুঝাবো,😡😡
(নীলা রেগে)

—হুম আপু।😁😁
(আমি)

আমি ভিতরে যেতেই একটা মেয়ে এসে নীলাকে জড়িয়ে ধরলো,🙁 নীলাকে না জড়িয়ে ধরে আমাকে ধরলে কি এমন হতো শুনি?🙈🙈
বোধহয় এটাই নীলার বান্ধবী, আই মিন যার বিয়ে।

—নীলা কেমন আসছ?
(মেয়েটি)

—ভালো।
(নীলা)

—এটা কে?
(মেয়েটি আমাকে দেখিয়ে)

—অভ্র, এ হচ্ছে আমার বান্ধবী ইশিতা। আর ৩ দিন পর ওর বিয়ে।😊
(নীলা)

—আমি ইশিতা। নীলার বান্ধবী?😘
(ইশিতা)

—আমি অভ্র, নীলা আ......
(আমি)

আমার কথা শেষ না হতেই নীলা বলল,😪
তা শুনে আমি তো 'থ' হয়ে গেলাম।😳

#চলবে...........

গল্পটা কেমন হয়েছে জানাবেন?😪 আচ্ছা আপনাদের আরেকটা কথা বলি, আপনারাতো অনেকেই গল্প পড়েন তাহলে একটা লাইক দিলে কি হয়। একটা লাইক দেনpls,pls,plsss
676 Views
29 Likes
0 Comments
4.2 Rating
Rate this: