সিংহ শিকারি !!!!

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
একদা এক গ্রামের জায়েদ নামে এক কৃষক ছিল অনেক কষ্ট করে সে তার পরিবার চালাত সারাদিন খেতে খামারে কষ্ট করে সন্ধ্যাবেলা বাসায় ফিরত
এবং তার কষ্টের টাকা দিয়ে তার ছেলে আমিরকে সে লেখাপড়া করিয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার ছেলে লেখাপড়া শেষ করে এখনো হয়ে উঠেছে শিকারি তাও আবার কি সিংহ শিকারি ।

শিকারী প্রতি সকালে বের হয় সন্ধ্যা ফিরে সারাদিন জঙ্গলে কাটিয়ে দেয় কোথায় বাবার হাল ধরবেন সে আছে তার নেশায় মেতে
তার বাবা আছে অন্য চিন্তায় সারাদিন সিংহ শিকারে বন জঙ্গলে কাটিয়ে দেয় না জানি শেষ পর্যন্ত তার ছেলেকে সিংহ পেটে যেতে হয়
ঠিক সেরকম তার ছেলে স্বীকারের জন্য বাহির হচ্ছিল সে বলল কোথায় যাচ্ছো সকালবেলা?
কেন বাবা শিকারে
দেখো বাবা তুমি প্রতিদিন শিকারে যাও একা একা এতে সিংহ যদি তোমাকে আক্রমণ করে তাদের ভোজ হওয়া ছাড়া কোন উপায় নেই কিন্তু ছেলে মানতে নারাজ সে যাবেই যাবে অবশেষে তার বাবা তার উপর রাগ করে তাকে একটা ঘরে বন্দী করে দিলো এবং তার ঘরের দেয়ালে বিভিন্ন সিংহ এর ছবি এঁকে দিল যেহেতু তার ছেলের সিংহ শিকার খুব পছন্দ তাই ।
অন্যদিকে তার ছেলে ঘরের ভিতরে চিল্লা পাল্লা করতে থাকলো
অবশেষে নিরব হয়ে দেয়ালে আঁকা সিংহ কে দেখতে থাকলো আর রাগে ফুসতে থাকলো রাগের গতিবেগে সিংহ কে বলল এই সিংহ তোমার জন্য আমার বাবা আমাকে জঙ্গলে যেতে দেয়নি এই বলে সে সিংহের ছবির উপর তার হাত দিয়ে খামচি দিল খামচি দেয়ার সাথে সাথেই মানে তার নকের বাজে চিকন কাঠের হাল বিদে গেল
এতে করে তার হাত প্রচুর ব্যাথা হলো ব্যথার কারণে তার প্রচন্ড জ্বর এসে পড়লো
তার বাবা ও প্রচুর চিন্তিত হয়ে পড়ল কিন্তু বিভিন্ন ডাক্তার দেখানোর শুরু করিল অনেক ঔষধ খাওয়ালো কিন্তু অবশেষে তাকে আর সুস্থ করানো গেল না সে কিছুদিন পরেই মারা গেল
তার বাবা বলল সিংহ থেকে আমি আর আমার ছেলেকে বাঁচাতে পারলাম না।

এ গল্প দিয়ে আমরা কি শিখলাম?
ঘরে হোক আর বাহিরে হোক কারো সাথে আমরা অযথা শত্রুতা করবো না কাউকে অযথা বিরক্ত করব না অযথা বনের প্রাণীদেরকে নিয়ে শিকার করে আটকে রাখবো না
নিজের শক্তি দেখে প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে
মরলে বীরের মতো মরতে হবে গল্পের আমিরের মত কাপুরুষ হয় মরলে হবে না
লেখাপড়া শেষ করে বাবা মার সাথে তাদের হাল ধরতে হবে ।
460 Views
11 Likes
2 Comments
3.9 Rating
Rate this: