#পর্বঃ৩
—তুমি আমার দিকে এভাবে এগিয়ে আসতেছ কেন?🙁🙁
(আমি ভয় পেয়ে)
আমি একটু একটু করে পিছন যেতেই দেয়ালের সাথে আমার পিঠ ঠেকে গেল, আর নীলা একবারে আমার কাছে এসেই আমার সার্টের কলার ধরে বলল,🙈🙈
—রিদির সাথে তোর এত কি রে?😬😬
(নীলা)
নীলা আরো জোড়ে আমার সার্টের কলার টা ধরে!😒
—কোথায়, হু?😉
(আমি)
—ওর সাথে এত ভাব কিসের?😡😡
(নীলা)
তারমানে নীলা আপু থুক্কু নীলা একারণেই রেগে আছে, যাক ওকে একটু জ্বালিয়ে দেখি?😉
—তোমার বান্ধবীটা না খুব মিষ্টি?😁😁
(আমি মুখ চেপে হেসে)
আমার কথাটা শেষ হতেই নীলা আমার সার্টের কলার টা ছেড়ে দিয়ে আমার কপালে একটা আদর করে দিলো, হঠাৎ এমন কিছু হবে আমি ভাবতে পারিনি।😳 একটুপর ও আমাকে ছেড়ে দিয়ে!🙈🙈
—আর যদি তোকে রিদির সাথে দেখি, তাহলে কিন্তু? 😬😬
(নীলা আমার গালে হাত রেখে)
নীলার কান্ড দেখে আমি লজ্জায় লাগ হয়ে গেছি,🙈🙈
একটুপর ভাবলাম, শালা আমি তো ছেলে, আমার লজ্জায় মানাই না, হু?🤪
—তুমি যেহেতু বলছ, আমি আর রিদির সাথে কথা বলবো না?😁😁
(আমি)
—মনে থাকে যেন?😊
(নীলা)
—কিন্তু?🤔
(আমি)
—কি?🥰
(নীলা)
—তুমি যেহেতু বলছ, আমি আর রিদির সাথে কথা বলবো না! তবে ভাবতেছি রিদির সাথে প্রেম করবো, কারণ, তুমি তো আর প্রেম করতে বারণ করনি। তুমি কি বলো?😁😁
(আমি নীলাকে রাগানোর জন্য)
—তবে রে,😡😡
(নীলা আমার দিকে এগিয়ে আসতেই আমি দরজার কাছে গিয়ে)
—তুমি না অনেক দুষ্টু?😁😁
(আমি)
আর এদিকে নীলা আমার কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল?🤪
—ফুফু ঠিকিই বলেছিল, অভ্র বাড়ি দুষ্টু।😒
(নীলা)
আর এদিকে আমি ছাঁদে দাঁড়িয়ে আছি।😪
—এই যে মিস্টার?
(মেয়েলি কণ্ঠে)
আমি এদিক সেদিক তাকিয়ে দেখি, পাশের ছাঁদের মেয়েটি আমাকে ডাকছে?😍😍
—জ্বি আমাকে বলছেন?😍
(আমি)
—হুম।
আপনি এখানে বেড়াতে আসছেন?😊
(মেয়েটি)
মেয়েটি জানে আমি বেড়াতে আসছি তারপর ও বলে কি-না, আপনি কি বেড়াতে আসছেন। আমিও বললাম,🤔
—নাহ্, আপনার সাথে প্রেম করতে আসছি?🤪
(আমি এবলেই নিচে চলে আসলাম, এতক্ষমে মেয়েটি আমার চোদ্দগুষ্টি উদ্ধার করে ফেলছে)😁😁
—আম্মু, ও আম্মু?😒
(আমি)
—হুম বল?
(আম্মু রান্নাঘর থেকে এসে)
—আমার পাশে একটু বসো তো?😘
(আমি)
—তোর শরির খারাপ না-কি?🥰
(আম্মু আমার কপালে হাত দিয়ে)
—নাহ্।
(আমি)
—কিছু বলবি?🥰
(আম্মু আমার গাল টেনে)
—সারাদিন আমার সাথে একবারও কথা বলছ?😒
(আমি)
—তাই তো?❤️
(আম্মু)
—মামি কই?🤔
(আমি)
—রান্নাঘরে, আচ্ছা আমি যাই?🥰
(আম্মু)
তারপর সকলে মিলে রাত্তের খাবার খেয়ে নিলাম।😉
আপনারাও খাইয়া লইয়েন।😁😁
তারপর হিসু করে রুমে যায় ঘুমিয়ে পড়লাম।🤪
—অভ্র,
ওই অভ্র।😊
(নীলা আমাকে ধাক্কা মেরে)
—আম্মু তুমি কখন আসলে!
(আমি ঘুমের ঘোরে)
আমি সাথে সাথে আম্মু ভেবে নীলাকে জড়িয়ে ধরলাম।🥰
—ওই বদজাত ছাড়, আমাকে।😬😬
(নীলা)
—আম্মু একটু ঘুমাতে দাও না।😪
(আমি আরো শক্ত করে জড়িয়ে ধরে)
আর নীলা মনে মনে বলছে, বদমাশ টা ওর আম্মু ভেবে আমাকে জড়িয়ে ধরে আছে।😊 আমিও তো চাই ও আমাকে এভাবে.....।🙈🙈 এখন যদি কেউ আমাদের এভাবে দেখে ফেলে।, তখন?😒
—অভ্র!😌
(নীলা)
—হুম।
(আমি)
—অভ্র, আমি নীলা।😇
(নীলা)
—হুম,
কিইইই!😳😳
(আমি ওকে ছেড়ে দিয়ে)
তারপর উঠে দেখি নীলা।😁😁
—আসলে?🙈🙈
(আমি)
—তাড়াতাড়ি নিচে আয়, সবাই বসে আছে?😌
(নীলা এবলেই চলে গেল)
আর আমি বাথরুমে গিয়ে ফ্রেস হয়ে নিচে আসলাম।🤪
—অভ্র এখানে বস।
(মামা)
—হুম।
(আমি মামার পাশে বসে)
—এখানে থাকতে তোর কোনো অসুবিধা হচ্ছে নাতো?🥰
(মামা আমার মাথায় হাত রেখে)
—নাহ্।
(আমি)
তারপর নাস্তা সেরে সোফায় বসে টেলিভিশনে মটু পাতলু দেখতে লাগলাম।😊
—অভ্র আমার সাথে একটু মার্কেটে যাবি।😊
(নীলা আমার পাশে বসে)
—বিরক্ত করো নাতো!🤨
(আমি)
—প্লিজ চল না।😊
(নীলা আমার হাত ধরে)
—ওই দেখছো না, কার্টুন দেখতেছি।
ডিস্টাপ করো নাতো?😌
(আমি আবার কার্টুন দেখায় মনোযোগ দিলাম)
—তুই যাবি নাকি, যাবি না।😬😬
(নীলা রেগে)
—নাহ্।😎😎
(আমি)
—ফুফু, ও ফুফু।😊
(নীলা)
আম্মু এবার আমাদের কাছে এসে,
—কি হয়েছে?
(আম্মু)
—দেখছ ফুফু,
তোমার ছেলেকে বলছিলাম, আমার সাথে একটু মার্কেটে যেতে। সে না-কি যাবে না।😌
(নীলা)
—কিরে অভ্র।😬😬
(আম্মু)
—হ্যাঁ বলো।
(আমি এখনো কার্টুন দেখতেছি)
—তুই টেবি বন্ধ কর।😬😬
(আম্মু)
আম্মু আমার হাত থেকে রিমুট না নিয়ে টেলিভিশন টা অফ করে দিলো।😭😭
—যা ওর সাথে।😬😬
(আম্মু)
—যাচ্ছি তো, এমন করে বলছ কেন?🙁🙁
(আমি)
—হুম যা।🥰
(আম্মু)
আমার আর আম্মুর কথা শুনে নীলা হাসতেছে।
তারপর নীলাকে নিয়ে রিক্সায় নিয়ে মার্কেটে যাচ্ছি।
—ওই তুমি এভাবে আমার দিকে এগচ্ছো কেন?😒
(আমি)
আসলে আমরা রিক্সায় যাচ্ছি, আর ও আমার দিকে চেপে আসতেছে। তাই!😉
—চুপ করে বসে থাক,
না হলে ধাক্কা মেরে ফেলে দিমু।😡😡
(নীলা রেগে)
আর এদিকে রিক্সা ওয়ালা আমাদের কথা শুনে হাসতেছে।🙈🙈
একটুপর রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে শপিং মলের ভিতরে গেলাম।
প্রায় ৩ ঘন্টা, ওটা কিনবো না ওটা কিনবো। বলো তো কোনটা পড়লে আমায় বেশ মানাবে, এবলে নীলা আমার মাথা খাচ্ছে।😭😭😭
—অভ্র তোমাকে এমন দেখাচ্ছে কেন?🤔
(নীলা আমার দিকে চেয়ে)
—সুখে।😬😬😬
(আমি)
—তুমি কি আমার উপর রেগে আছ?😌
(নীলা)
—তোমার মতো মিষ্টি একটা মেয়ের উপর আমি কি রেগে থাকতে পারি!😁😁
(আমি)
—হুম,
আচ্ছা তুমি এদিকটায় বসো।
আমার আর ১ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে?😌
(নীলা এবলেই অন্য দোকানে চলে গেল)
আর এদিকে ওর কথা শুনে আমার তো অবস্থা নাজেহাল।😭😭😭
এখন আমার একটা গান মনে আসতেছে,
মাইয়া ও মাইয়ারে তুই অপরাধী রে!😁😁😁
—এখানে বসে আসেন যে!🥰
(মেয়েলি কণ্ঠে)
পিছনে ফিরে দেখি, কালকে রাত্তের মেয়েটি দাঁড়িয়ে।
ইশশরে এখন আমি কি যে করি।🙈🙈
—নীলা আপুর জন্য বসে আছি,
আপনি।😉
(আমি)
—কিছু জামা কিনার ছিল, তাই কিনতে আসছিলাম।😊
(মীম)
—কিনছেন!😍
(আমি)
—হুম।
(মীম)
—চলুন না, দু'জনে কপি খেতে খেতে কথা বলি?😍😍
(আমি)
—হুম।
(মীম)
তারপর আমি আর মীম পাশের একটা রেস্টুরেন্টে কপি খেতে খেতে আড্ডা দিতে লাগলাম।😊
—তুমি কিসে পড়ো?😊
(মীম)
—ইন্টার ফাস্ট ইয়ারে, আর তুমি!😍😍
(আমি)
—আমিও।😊
(মীম)
যাক অবশেষে একটা ইয়ে পেয়ে গেছি।😁😁
গফ এখনো হয়নি, তবে হতে কতক্ষণ।😍😍
—আচ্ছা তোমার নাম্বারটা দাও তো?😌
(মীম)
—০১৭...…....৯৮,
(আমি)
—আমি রাত্তে কল দিমুনি।😊
(মীম)
—হুম।
(আমি)
—আচ্ছা আজ তাহলে আমি আসি,
(মীম)
মীম একটু দীরে গিয়ে আবার আর কাছে এসে,
—কালকে আমাকে কি যেন বলেছিলে?😌
(মীম একটু হেসে)
আমার তো কি করবো ভেবে পাচ্ছি না।🙈🙈
—আসলে ইয়ে হয়েছে কি?😒
(আমি)
—থাক তোমায় কিছু বলতে হবে না।
আমি ওই ব্যাপারে রাজি।😘
(মীম এবলেই একটা মুসকি হাসি দিয়ে চলে গেল)
আর আমার তো খুশিতে গান গাইয়ে ইচ্ছে করছে।😁😁😁
রেস্টুরেন্ট থেকে বের হতেই দেখি নীলা দাঁড়িয়ে আছে, আর সাপের মতো ফুলছে।😳
—তুমি কখন আসলে?😇
(আমি)
—এখানে না আসলে তো দেখতামই না,
তোর প্রেমালাপ।😬😬😬
(নীলা)
—আসলে?
(আমি)
আমার কথাটা শেষ না হতেই নীলা আমার গালে ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিলো।🙁🙁
—চল বাসায়।😡😡
(নীলা আমার হাত ধরে টেনে রিক্সায় উঠালো)
তারপর বাসায় পৌঁছেই।
—ফুফু, তোমার ছেলে কি করেছে জানো?😡😡😡
(নীলা)
—কি করেছে ও।😡😡
(আম্মু আমার দিকে রাগি চোখে তাকিয়ে)
—ও আমার সাথে মার্কেটে গিয়ে, পাশের বাড়ির মীমের সাথে প্রেমালাপ করতেছিল।😬😬😬
(নীলা আমার সার্টের কলার ধরে)
—অভ্র এসব কি সত্যি।
(আম্মু)
—কিছুটা হ্যাঁ, আর কিছুটা না।
(আমি)
—নীলা এসব কোন ধরনের বেয়াদবি।😡😡
(মামি উপর থেকে এসে)
—এসবের মাঝে তুমি কোনো কথা বলবা না।😬😬
(নীলা রেগে)
—তার আগে বল, তুই ওর সার্টের কলার ধরে আসিছ কেন?😡😡
(মামি)
—আমার জিনিস আমিই বুঝবো, এর মাঝে তুমি কোন নাক-গলাটে আসবে না।😡😡
(নীলা)
—তোর জিনিস মানে?😁😁
(মামি হাসতে হাসতে)
—কিছু না, দ্যাট।😌
(নীলা)
নীলা সিঁড়ির কাছে গিয়ে বলল,
—ভুলেও যদি আর কোন মেয়ের সাথে কথা বলিছ, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।😊
(নীলা উপরে চলে গেল)
আর এতক্ষণ সবাই নীলার কথা শুনে হাসতেছিল,😁😁😁 আর আমি।😳😳
একটুপর রুমে গিয়ে দরজাটা আটকে দিলাম। আর ভাবতেছি, নীলা আমার সাথে কেন এমন করলো?🙁
তারপর গোসল করতে চলে গেলাম।😪
#চলবে.............
গল্পটা কেমন হয়েছে জানাবেন, ওকেই?😁😁😁😁#গল্পঃসিনিয়র_মামাতো_বোনের_প্যারা
সিনিয়র মামাতো বোনের প্যারা (পর্ব ৩)
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
954
Views
23
Likes
0
Comments
3.8
Rating