নতুন_পরিচয়

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
বাড়ি ফিরতেই বুঝলাম বাবা মায়ের আবারো ঝগড়া শুরু হইছে।ঘটনা বোঝার আগেই মায়ের গা"লে প্রচন্ড একটা চ"ড় বসিয়ে দিলো।

চ"ড় খেয়ে মায়ের বেগ লাগাম ছাড়া অবস্থা।বাবাও কম কিসে! মায়ের মুখে,পি"ঠে বেদম প্র"হার করছে।মায়ের মুখে তখনো অনার্গল গা"লিগা"লাজের তুবড়ি ছুটছে।

এটা শুধু আজকের না,রোজকার ঘটনা।বাবা মায়ের মধ্যে রোজ ঝামেলা হয়।মার"পিটটা ওদের কাছে খুব সাধারণ ব্যাপার হয়ে উঠেছে।

কিন্তু বিষয়টা আমার সহ্যর বাহিরে চলে গেলো।আর সহ্য করা যায় না।সারাদিন কলেজ,কোচিং শেষে বাড়িতে এসে এমন ঝগড়া, মা"রপিট কার ভালোলাগে?

বাবাকে বললাম " বাবা তোমরা একটা দিন ভালোভাবে থাকতে পারো না?ঘরে যুবতী মেয়ে রেখে তোমরা এখনো এমন করো,আমার কেমন লাগে বলোতো? "

বাবা রেগে বললো " বেশি কথা ফুটেছে মুখে তাই না? আমার টাকায় খেয়ে খুব কথা শিখেছিস তুই মা বেটি "

এমন কথা শুনে আর নিজেকে সামলাতে পারলাম না।ব্যাগটা ছুঁড়ে মেঝেতে ফেলে বাড়ি থেকে বেড়িয়ে গেলাম।রাগে,কষ্টে কান্না চলে এলো।চোখ মুছতে মুছতে শহরের ফুটপাতে হাঁটছি।

সবকিছু আগের মতোই থাকলো।সেই রাতে শুধু আমি একটা নতুন পরিচয় পেলাম,ধ"র্ষিতা!
390 Views
12 Likes
2 Comments
5.0 Rating
Rate this: