আজ পুরুষ হয়ে জন্মেছি।
চোখের জল না দিয়ে,
মুখের হাসি দিয়েছি।
সবাইকে ভালো রাখার জন্য,
টাকা কামাইতে বের হয়ছি।
অনেক সময় টাকার ক্ষুধার্তে নিরবেই কেদেছি।
দিন দেখি নাই, রাত দেখি নাই, বছরের পর বছর চাকরি করতে করতে কাটিয়েছি ।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্যের সুখের
জন্য জীবন পার করেছি।
কারণ আমি পুরুষ হয়ে জন্মেছি
পুরুষ হয়ে জন্মেছি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
438
Views
16
Likes
2
Comments
4.9
Rating