ইসলাম ধর্ম চাই শান্তি ।
ধর্ম নিয়ে নয় ভ্রান্তি ।
ঈমান যেন থাকে তোমার ,
শত ভাগের শত ভাগ ।
পৃথিবীতে বিশ্বাসী ,
অবিশ্বাসী দুজনের বসবাস ।
অবিশ্বাসীদের দেখে ,
হবে না নিরাশ ।
তুমি তোমার জানার পরে মান ।
তুমি তোমার মানার পরে জানো
যত প্রশ্ন সব করো ।
লোকের কথা নয় ,
নিজের বিবেক দিয়ে দেখো ।
পৃথিবীতে ধর্ম আছে শত শত।
জ্ঞানী আছে কত কত ।
তোমার জ্ঞান তোমার কি বলে ,
তুমি শুধু তাই দেখো ।
সবার কথা শত ভাগ ,
সত্য নাও হতে পারে
ধর্ম দিয়ে লড়াই নয়।
ধর্ম দিয়ে বিদ্বেষ নয়।
ধর্ম দিয়ে ভালোবাসা হয়।
বারে বারে নাস্তিক বলে ,
সৃষ্টিকর্তা নেই ।
তাহলে পৃথিবী কেমনে সৃষ্টি ?
বিজ্ঞান দিয়ে কথা বলো ।
বিজ্ঞানের নেই দৃষ্টি ।
আসুন আলোচনায় ।
বিজ্ঞান প্রমান দিক ।
১/ পৃথিবী সৃষ্টি নয় ।
২/ বিজ্ঞানের সীমাবদ্ধতা নাই ।
যদি প্রমাণ দিতে পারে ।
তাহলে আমিও আনবো,
নাস্তিক গতার পর ইমান ।
ইমান নেই
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
312
Views
9
Likes
2
Comments
4.7
Rating