গোলাপ ফুল তুলতে গিয়ে
হাতে ফুটলো কাটা।
বন্ধুর কথা মনে পড়লে
প্রাণে লাগে ব্যথা।
চা আছে চিনি নেই
খেতে কেমন লাগে।
বিছানাতে তুমি নেই
শুতে কেমন লাগে।
জলে যখন নেমেছি
মাছ তখন ধরবো।
ভালো যখন ভেসেছি
বিয়ে তখন করব।
ভালবাসি ভালবাসি
সবাই বলতে পারে।
সত্যিকারের ভালোবাসা
ক'জন দিতে পারে।
দুই হাতে সোনার চুড়ি
সোনার কত দাম।
সেই সোনায় লেখা আছে
তোমার আমার নাম।
ভালোবেসে বিয়ে করবো
রাগ করলে কিস করব।
কাছে থাকলে আদর করবো
দূরে থাকলেই মিস করবো।
পুকুরে নেই পানি
পাতা কেন ভাসে।
যার সঙ্গে কথা নেই
সে কেন আমায় দেখলে হাসে।
তোমায় আমি ভালোবাসি
কেন জানিনা।
রাস্তার মধ্যে দেখা হলে সিটি মেরো না।
Please like.. me comment and shears..
ছন্দ ।
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
620
Views
36
Likes
6
Comments
4.2
Rating