আহা স্বপ্ন!

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
বাহ্ এই কানের দুলটা কত সুন্দর, এখানে কত্ত রকম গয়না ঠিক কোরিয়ান নায়িকারা যেমন ব্যবহার করে। আমার কত দিনের স্বপ্ন ছিলো এইরকম জুয়েলারি পড়বো। আজ ফাইনালি আমার স্বপ্নটা পুরন হলো। কত্ত কিছু যে কিনলাম, মনটা ভরে গেলো। ভাবতেই পারছিনা এত্তগুলা এত্ত সুন্দর সুন্দর জুয়েলারি আমার হলো। আচ্ছা এটা কোথায় এসেছি আমি?
কার সাথে এসেছি?
কিচ্ছু মাথায় আসছেনা। এতো সুন্দর কোন জায়গা হতে পারে এটা?!
দূর ছাই এসব ভেবে লাভ নেই। এতো কিছু কিনতে পেরেছি এটাই অনেক। আচ্ছা এতো কিছু কিনতে এতো টাকা কোথায় পেলাম আমি? দূর আবার ভাবছি।
সব ভাবনা বাদ, আহ্ কতো সুন্দর জুয়েলারি আমার। হঠাৎ দেখলাম কে যেন ডাকছে আমাকে, আপু উঠ উঠ ভোর হয়ে যাচ্ছে। হঠাৎই ঘুমটা ভেঙে গেলো, কি!! এতক্ষণ স্বপ্ন দেখছিলাম?
আমার জুয়েলারি! আমার জুয়েলারি গুলো কই?
সব স্বপ্নে হলো?
দূর মনটাই খারাপ হয়ে গেলো।
আহা বাস্তবে যদি এতো কিছু কিনতে পারতাম! কিন্তু সেই সামর্থ আমার নেই। কিন্তু না মন খারাপ করবো না। হয়তো আল্লাহ চাইলে আমারও অনেক কিছু হবে। কিন্তু এখন আমার কাছে যা আছে তা এইসব এক্সপেন্সিভ জুয়েলারি থেকে লক্ষ কোটি কোটি গুন বেশি, তা হলো আমার একটা বিশ্বস্ত হাসব্যান্ড আছে। যে আমাকে নিঃস্বার্থ ভাবে শুধু ভালোবেসেই যাচ্ছে, আর আমিও।
337 Views
11 Likes
3 Comments
4.2 Rating
Rate this: