হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। একদা এক ব্যক্তি কোন গভীর জঙ্গলে ভ্রমন করিতেছিল ।হঠাৎ সে এক মেঘ খণ্ড হইতে। এই গায়েবী আওয়াজ শুনতে পাইলো । অমুকের বাগিচায় পানি দাও। এই আওয়াজের সঙ্গে সঙ্গে একখণ্ড মেঘ বাগিচার উপর আসিয়া পৌঁছিল। প্রবল বৃষ্টিতে বাগান প্লাবিত হইয়া গেল। পানির স্রোত একটি নালা দিয়া বহিয়া চলিলো। ওই লোকটি পানির স্রোত অনুসরণ করিয়া চলিল। কিছুদূর গিয়ে দেখিলো। একটি লোক কোদাল ধারা ক্ষেতের আইল বাদিয়া ওই পানি তাহার বাগিচায় আটকাইতেছে। লোকটি বাগিচা ওয়ালাকে জিজ্ঞেস করিল । ভাই আপনার নাম কি ? বাগিচাওয়ালা সেই নামেই বলিলো যা হা সে মেঘের মধ্য হইতে শুনিয়ে আছে। অতঃপর বালিচাওয়ালা লোকটিকে জিজ্ঞেস করিল; ভাই আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন কেন। লোকটি বলিল। যে মেঘের এই পানি উহার মধ্যে হইতে একটি আওয়াজ শুনিয়াছি আপনার নাম লইয়া বলিয়াছে অমুকের বাগিচায় পানি দাও। আচ্ছা আপনি বলুন তো আপনি কি আমল করেন ।আপনি কি করিয়া আল্লাহর এত পেয়ারা হইলেন। বাগিচা ওয়ালা বলিল। ইহা তো বলার কথা নয়। কারণ আল্লাহর ওয়াস্তে কাজ। বলা ভালো নয়। শুধু আমি আপনার অনুরোধ রক্ষার্থে বলিতেছি। এই বাগিচায় যাহা কিছু ফসল উৎপন্ন হয়। তা আমি তিন ভাগ করি। এক বাগ আল্লাহর রাস্তায় দান করি । আর একবাগ নিজের পরিবারসহ ভোগ করি। আর এক ভাগ বাগিচার উন্নতিকল্পে ব্যয় করি।..........
আমিন
আসসালামু আলাইকুম।
আমার এই গল্পটি আপনাদের ভালো লাগলে।
আমার কমেন্টে জানাবেন।
কতিপয় সত্য ঘটনা।
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
744
Views
25
Likes
2
Comments
4.5
Rating