আচ্ছা... আপনি কি জানেন _
আসলেই কারা ভাগ্যবতী বা ভাগ্যবান?
চলুন আজকে জেনে নিই।
প্রথমত,যে সকল নারীকে ভাগ্যবতী বলা যায় :
১.শান্ত মন ও পরিতৃপ্ত হৃদয়। অর্থাৎ যে নারীর
মনে শান্তি এবং বুকে স্থিরতা বসবাস করে।
২.ভালোবাসায় ঘেরা পরিবার। অর্থাৎ যে নারীর
জীবনে ভালোবাসার মতো বাবা মা ভাই বোন
অথবা স্বামী সন্তান আছে সেই ভাগ্যবতী
৩.যে নারী always strong. অর্থাৎ যে নারী
কখনো কোনকিছু তে ভেঙে পড়ে না,বরং বারবার উঠে দাড়াতে পারে। মানে সে আল্লাহর
তরফ হতে strong women এর বরদানপ্রাপ্তি।
৪.যে নারী নিজেকে টিকিয়ে রাখতে পারে।
অর্থাৎ জীবনের অন্ধকার আলো,কঠিন সহজ
সব পরিস্থিতি তে যার অস্তিত্ব ও সত্ত্বা বজায় থাকে🔥
৫.যে নারীর আল্লাহর প্রতি বিশ্বাস ও তাওয়াককুল অটুট।অর্থাৎ যতকিছু হয়ে যাক,আল্লাহর প্রতি তার আস্থা ও ঈমান নড়চড় হয়না।
৬.যার জীবনে অন্তত এমন একজন থাকে,
যাকে পেয়ে বা যার দ্বারা সে পূর্ণ সে নারী সত্যি ভাগ্যবতী!!
এবার চলুন দেখে নিই ভাগ্যবান পুরুষদের :
১.সে পুরুষ অবশ্যই নিঃসন্দেহে ভাগ্যবান,
যে পুরুষ পেয়েছে একজন বিশ্বস্ত ও বুদ্ধিমতি নারী।
২. যে পুরুষের বাবা মা তার জন্য দোয়া করে সে পুরুষ অবশ্যই ভাগ্যবান
৩.যে পুরুষ কাজ ও পরিশ্রম করে শান্তি পায়,
ক্লান্ত হয়না সে আসলেই ভাগ্যবান।কারণ তার মধ্যে দায়িত্ব পালনের বরকত আছে
৪.যে পুরুষের হৃদয় থাকে শান্তি তে সে পুরুষ
প্রকৃত ভাগ্যবান
৫.যে পুরুষ সত্যিকারের ভালোবাসার সান্নিধ্য পায়,,,সে পুরুষ অবশ্যই অবশ্যই ভাগ্যবান।
৬.যে পুরুষ সর্বদা নিজের ভুল বুঝে ক্ষমা চাইতে পারে সে আসলেই ভাগবান।কারণ এটা পুরুষত্বের শ্রেষ্ঠ গুণ🌺!!এতে অহংকার ধ্বংস হয় ও বিনয়ের রহমত বাড়ে
৭.সে পুরুষ অবশ্যই ভাগ্যবান, যে পুরুষের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়েছে।
★★★ভাগ্যবান পুরুষ সে_ যে একজন সৎ নারী,সৎ মন মানসিকতা এবং আল্লাহর দয়া
পেয়েছে।
তো আপনি কি ভাগ্যবতী??
আপনি কি আছেন ভাগ্যবানের লিস্টে??
★★কুরআন বলে সেই সুখী যার হৃদয়ে
প্রশান্তি ও বুকে আছে স্থিরতা।
ভাগ্যবান ও ভাগ্যবতী
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
49
Views
0
Likes
0
Comments
5.0
Rating