ভালোবাসার রূপান্তর

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
প্রিয়,
আচ্ছা, ভালোবাসো আমায় এখনো আগের মতো? জানি বরাবরের মতোই বলবে আগে ভালোবাসতাম, এখন বাসিনা।

মনে আছে শুরুর দিকে কেমন আই লাভ ইউ বলে বলে নাভিশ্বাস তুলতে তুমি? তোমার ঐ তোতা পাখির মতোন ঠোঁটস্থ কথায় মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে যেতাম। কিন্তুু ভালোও লাগতো, তোমার মতোই ওতেও আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমি আমার সেই পাখিকে এখনও ভীষণ মিস করি শুধু বলতে পারি না।

তোমার মনে আছে আগে তুমি আমার জন্য সব করতে পারতে। এমন কতো দিন গিয়েছে আমাকে আর একটুখানি কাছে রাখবো বলে তুমি বায়না করতে৷ দেখতে দেখতে কল কাটবে না বলে গাল ফুলিয়ে থাকতে। আর আমি তোমার আব্দারের কাছে হার মেনে নিয়ে আমার সবটুকু সময় তোমাকে দিতাম।

এমনটা শেষ কবে হয়েছিলো তোমার কি মনে পড়ে এখন? বলতে পারবে?

আমাদের দেখা হওয়াটা যেমন আনন্দের ছিল তেমনি
সবসময়ই তোমার চলে যাওয়াটা ছিলো আমার জন্য ভীষণ কষ্টের। তোমার যাবার সময়টায় আমি ঘ্যান ঘ্যান শুরু করে দিতাম 'তুমি চলে যাবা আমাকে রেখে? তুমি মৃদু হেসে বা কখনো কান্না কান্না গলায় আমাকে বলতে 'তাহলে চলো আমার সাথে '। বিদায় বেলায় তোমায় যাওয়া দেখতে মন খারাপ হতো তুমি দুকদম না যেতেই আমি তোমাকে মিস করতে শুরু করতাম। কান্না আসতো ঠিক আমার গলায় কাছটায়। কখনও সাথে সাথেই টেক্সট করে কিংবা কল করে তোমাকে বলতাম 'মিস ইউ'।

আজকাল ভীষন অদ্ভুত লাগে জানো, তুমি কতো বদলে যাচ্ছো। এখন আর তোমার সব কিছুর আগে আমার প্রাধান্য নেই। শেষ কবে আমার জন্য তোমার সমস্ত কাজ ক্যান্সেল করেছিলে মনে পড়ে? এখন আর আয়োজন করে আমার সাথে দেখা করতে আসার প্রয়োজন পড়ে না তোমার। এখন তোমার শুধু গুরুত্বপূর্ণ কাজই নয় বরং অহেতুক কাজের ভীড়েও আমি ভীষণ তুচ্ছ। জানি, তোমার সময় ভীষণ দামী।

তাইতো আগের মতো আমাদের আর কথা হয় না, আমরা মুহূর্ত গুলোকে একত্রে জমিয়ে রাখতে রাখতে পারি না এখন। আমি ঠিক সেই আগের মতো অপেক্ষা করে থাকি অথচ তুমি আজকাল বলতে ভুলেই গেছো 'আমি কি করি,কেমন আছি, কিভাবে সময় কাটছে, আমি সুস্থ নাকি অসুস্থ?

এখন আর আমার জন্য সময়কে বাঁধতে চাও না তুমি বরং তোমার সমস্ত ব্যস্ততার পরেও ঠাঁই হয় না আমার। তোমার দৈনন্দিন কাজের ভীড়ে আমি কোথাও হারিয়ে যাচ্ছি। যতদিন যাচ্ছে ছিটকে পড়ছি তোমার প্রয়োজনের তালিকা থেকে৷ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় প্রমি। যা তুমি কখনওই বুঝতে চাওনি।
তুমি বদলে যাচ্ছো অথচ তোমাকে কাছে পাবার তৃষ্ণা, তোমার জন্য অপেক্ষা, তোমার জন্য বুকের ভেতরের হাহাকার আমার আজও সদ্যভূমিষ্টের মতো পবিত্র।

হ্যাঁ,তুমি ভালোবেসেছিলে এবং আমি ভালোবাসি। আজকাল সময়ের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে ভীষণ দোষী মনে হয় আমার। অথচ আমি কী ভীষণ বোকা, ভেবেছিলাম আমি হয়তো তোমার কাছে সবথেকে দামী, সবকিছুর উর্ধ্বে ঠিক যেমনটা আমার কাছে তুমি।
বলো না, তোমার বদলে যাওয়াটা কি খুব প্রয়োজন ছিলো?
529 Views
17 Likes
6 Comments
5.0 Rating
Rate this: