বিদ্রোহী কবি
মোঃ রেজাউল ইসলাম
ঝড়ের মতো এসেছিলে, ঘুম পাড়া এই দেশে,
বজ্রনিনাদ গেয়ে গেলে সাহসেরই ভাষায় বেশে।
দুখুর নামেই জীবন শুরু, অগ্নির মতন তেজ,
কলম ছিল তরবারি, চিন্তা ছিল নিঃসীম লেজ।
ধর্ম নয়, মানবে মানুষ এই তোর বাণী ধ্বনি,
ভাঙতে চেয়েছো সব কাঁটা, সব আঁধার গহিনী।
"আমি বিদ্রোহী" বলেছিলে, কাঁপিয়েছো তলে তলে,
বিপ্লবের সে মশাল জ্বলে আজো শত হৃদয় ছলে।
গানে গানে জাগিয়েছো, প্রেম আর সংগ্রামের ডাক,
তোমার কথায় সাহস পায়, কত নিপীড়িত পাক।
মসজিদ-মন্দির এক করে গেয়েছো তুই গান,
ভেদাভেদ নেই তোর চোখে, একটাই মানবপ্রাণ।
জেল খেটেছো, দুঃখ সয়েছো, তবু থামোনি কবি,
ভাঙন ভরা সেই সমাজে গড়তে চাইলে নবী।
আজো তোরই লেখা পড়ে, কাঁদে ও হাসে মন,
তুই ছিলি সেই সুরের রাজা, বিদ্রোহে আপনজন।
বৃটিশেরও চোখে ছিলে আগুনেরই ঝড়,
তবু থামো নি কবি তুমি, গড়েছো ইতিহাস-ঘর।
তোমার কলম, তোমার ধ্বনি আজো করে জয়,
সত্য ও সাহসের পথিক তুমি, যুগে যুগে রয়।
তব কণ্ঠে গেয়েছিলে ইসলামী সঙ্গীত,
হিন্দুর গীতে ও মিশেছে মানবতার পীত।
দুখু মিয়া নাম ছিল, হৃদয়েছিল বাণী,
কবিতায় তুমি এনেছো বিদ্রোহ আর গানই।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
বিদ্রোহী কবি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
36
Views
0
Likes
0
Comments
0.0
Rating