ভালো লাগে না

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:


❤️ভালো লাগে না❤️

ভালো লাগে না একা একা পথ চলা,
অন্ধকারে হারানো সব স্বপ্নের বেলা।
মনের গভীরে শূন্যতা জাগে,
হৃদয়ে ব্যথার ঢেউ লাগে।

কেউ না শোনে মনোমালিন্য কথা,
চোখের কোণে জমে অঝোর ধারা।
জীবনের পথ যেন ধুলো-মাটি,
কেউ আসে না সঙ্গ দিতে রাতি।

তবু জানি, আলোর খোঁজে যাই,
অন্ধকারে আমি পাখি সাজাই।
ভালোবাসার রোদের আভা খুঁজে,
হারানো হাসির গান ফিরিয়ে আনি।

অন্ধকার পেরিয়ে আলো আসবে,
নতুন ভোরে জীবন হাসবে।
পাখির ডাকে উঠবে মন,
ফুলের গন্ধে ভরে উঠবে বাগান।

নদীর স্রোতে বয়ে যাবে দুঃখ,
সূর্যের হাসিতে মিলবে সুখ।
আকাশের নীলিমায় স্বপ্ন সাজবে,
সকাল থেকে সন্ধ্যা, সুখের ছায়া থাকবেই।

আল্লাহর রহমতে মন পূর্ণ হবে,
ভালোবাসার মাঝে জীবন ছড়াবে।
অন্তরের সব দুঃখ মুছে যাবে,
আলোর মাঝে হাঁটবে প্রাণের ছায়া।

✍️ Ripon Khan ✍️
40 Views
1 Likes
0 Comments
0.0 Rating
Rate this: