ইসলামের ভিত্তি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:


হাদিস (বাংলা অর্থ)

আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত:
আমি রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছি—
"❤️ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর দাঁড়িয়ে আছে—
১. এ সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ ﷺ আল্লাহর রাসূল।
২. নামাজ কায়েম করা।
৩. যাকাত আদায় করা।
৪. হজ পালন করা।
৫. রমযানের রোজা রাখা।"❤️

(সহীহ বুখারী, হাদিস নং ৮, কিন্তু “সহীহ বুখারী”তে এটি দ্বিতীয় ক্রমে বর্ণিত হাদিসগুলোর একটি — বই: ঈমান অধ্যায়)

মূল শিক্ষা
1. ইসলামকে দাঁড় করানো হয়েছে পাঁচটি মৌলিক স্তম্ভের উপর।

2. এগুলো শুধু আনুষ্ঠানিক কাজ নয়—বরং বিশ্বাস, ইবাদত, সমাজসেবা ও আত্মশুদ্ধির সম্পূর্ণ প্যাকেজ।

3. ইসলামের আসল শক্তি হলো আকীদা (ঈমান) এবং আমল—দুটোই একসাথে থাকা জরুরি।

✍️ Ripon Khan ✍️
40 Views
1 Likes
0 Comments
0.0 Rating
Rate this: