সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
🌿 "কর্মসমূহ (আমল) নিয়তের উপর নির্ভরশীল। আর প্রত্যেক মানুষের জন্য তাই -ই থাকবে, যা সে নিয়ত করেছে। তাই যার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের জন্য, তার হিজরত হবে আল্লাহ ও তাঁর রাসূলের জন্য। আর যার হিজরত দুনিয়াবী কোনো লাভ অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য, তার হিজরত হবে সেই উদ্দেশ্যের জন্য।"
(সহীহ বুখারী, হাদিস নং ১)🌿
সংক্ষিপ্ত প্রেক্ষাপট:
এই হাদিস মূলত হিজরতের সময়কার একটি ঘটনার সাথে সম্পর্কিত। এক ব্যক্তি মক্কা থেকে মদীনায় এসেছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল না ইসলাম বা আল্লাহর সন্তুষ্টি অর্জন—বরং এক মহিলাকে বিয়ে করা। মানুষ তাকে পরে ডাকত "উম্মু কাইসের জন্য হিজরতকারী"। তখন রাসূল ﷺ এই শিক্ষাটি দিলেন— কাজের মান নির্ভর করবে উদ্দেশ্যের মানের উপর।
❤️মূল শিক্ষা❤️
1. নিয়ত ঠিক করা অত্যন্ত জরুরি..
আল্লাহ শুধু কাজ দেখেন না, কেন কাজটি করছো সেটাও দেখেন।
বাহ্যিকভাবে ভালো মনে হওয়া কাজও নিয়ত খারাপ হলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।
2. একই কাজ, ভিন্ন ফল...
দুইজন মানুষ একই কাজ করতে পারে—যেমন সাহায্য করা।
একজন আল্লাহর জন্য করলে সওয়াব পাবে।
আরেকজন প্রশংসা পাওয়ার জন্য করলে কিছুই পাবে না।
3. গোপন আমলের মূল্য
নিয়ত যেহেতু অন্তরের বিষয়, তাই গোপনে সৎ নিয়ত রাখলে সেটা বেশি পবিত্র হয়।
4. আমলের মানের সাথে নিয়তের মান সম্পর্কিত।
নিয়ত যত পরিষ্কার ও খাঁটি হবে, আমল তত মূল্যবান হবে।
🔹 সহজভাবে বললে—
"আপনি কেন করছেন, সেটাই নির্ধারণ করবে আপনার কাজের মূল্য।"
আমল ছোট হোক বা বড়, নিয়ত ঠিক থাকলে আল্লাহ তার বদলা দিবেন।
✍️ Ripon Khan ✍️
41
Views
1
Likes
0
Comments
0.0
Rating