বিজয় খুশির উল্লাসে
মেতেছে আজ মন
এই যুদ্ধে প্রাণ দিয়েছে
হাজারো ভাই বোন।
মুগ্ধ ভাই প্রাণ দিল
খাওয়াতে যেয়ে পানি
এই কষ্ট কে মুছাবে
কে বুঝাবে গ্লানি।
বুকের ভেতর নিলো গুলি
শহীদ হলো সাইদ ভাই
তোমায় কেহ ভুলবে না
স্মরণে রাখবে সবাই।
রক্ত দিয়ে স্বাধীন করল
বাংলাদেশের মাটি
মোদের দেশের মাটি
প্রানের চেয়েও খাঁটি।
সবার মুখে বিজয়ের গান
ঠোঁটের কনে হাসি
রক্ত দিলো শত ভাই
ভিজে গেল মাটি।
আকাশে মেঘ ডাকে, বৃষ্টি নামে
তবুও থামবে না আন্দোলন
কারণ অধিকার পেতে চায় সবাই
কোটা নয়, সবার জন্য সমান পথ।
জেগে উঠলো হাজার প্রাণ,
আনলো তারা ন্যায়ের সুবাতাস
ঘরে ঘরে বেজে উঠলো
বিজয়ের উল্লাস..!!
বিজয় উল্লাস
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
33
Views
3
Likes
0
Comments
0.0
Rating