মাটি হতে তুই উঠেছিস, মাটিতেই হবে বিলীন,
এ ক্ষণিক জীবনের মাঝে কিসের অহংকার, ও হীন?
ধন-রত্ন, যশ-গৌরব, রাজাসনে বসা মান—
মৃত্যুর দ্বারে কিছুই রবে না, যাবে না তোর প্রাণ।
আজ যে তোর শির উঁচু, দৃষ্টি আকাশ ছোঁয়,
কাল সে হবে নতশিরে, সময়ের চাপে ক্ষয়।
অহংকারের দুর্গ গড়ে যতই গৌরব করিস,
কাল-বিধির এক স্পর্শে ধূলায় মিলাইয়া মরিস।
ওরে মন, নয়ন মেল, চেয়ে দেখ চারিধার—
সবাই আসিছে, সবাই চলিছে, এই মাটিরই দ্বার।
যা কিছু তোর, কর্মরেখা—সে-ই সাথি হবে পথ,
বাকী সবই রবে ধরণীতে, মিলাইয়া দিবস-রাত।
অহংকারের অবসান
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
30
Views
1
Likes
0
Comments
0.0
Rating