আজ ০৯/০৮/২০২৫ । এই দিনটা হয়তো আমি এবং আমার পরিবার কেও ভুলতে পাড়বো না । কারণ আজকের দিনে আমাদের কে ছেরে যেতে হবে আমাদের নিজের জানা পৃথিবী থেকে , মানে আজ আমার বাবার এই বোকাড়ো সিটিতে লাস্ট চাকরী দিন । যে সিটিতে আমার জন্ম এবং বেড়ে ওঠা আজ শেখাণ থেকে আমাদের বিদায় নিতে হবে । হাই কপাল ভাবলে মণে হয় এ জীবন মূল্যহীন ।
যাই হোক এসব ভাবণা থেকে বেড় হয়ে শুরু করলাম সমস্ত গোছা গুছির কাজ ।কারণ বাবা বলে গেছে রাতে আমাদের বাড়ি ছাড়তে হবে । না হোলে আগামী মাসের টাকা লাগবে। তাই আলমারি থেকে সব কাপড় বের করে আলমারিটা টানতেই উপর থেকে ধপ করে মাঠীটে পড়লো একটি বাক্স । যেটা আমি একহাজার বার খুঁজার পরও পাইনি। শেটা যে এখাণে রাখাছিল তা আমি দূর স্বপ্নে কল্পনা করতে পারিনি ।যার দাম আমার কাছে অমূল্য । এই বাক্স যে আমার সাত-আট বছর আগে সব থেকে যে পছন্দের ছিল তা কোন সন্দেহের ছিল না ।
বাক্স টা হাতে নিতে আমি ফীরে গেলাম বছর সাত - আট আগের দিনে । এই সবে মাত্র সকাল হল , আমি সাথে সাথে রেডি হলাম গণিতের পাঠশালা যাবার জন্য । আজ থেকে শুরু হবে CLASS-10 । আমি গিয়ে দেখলাম আমার আগে সবাই চলে গেছে আমি হয়তো সবার শেষ । তবে মাস্টার মশাই এখনো এসেনি । যাই হোক বাঁচা গালো বাবা । এদিক ওদিক তাকিয়ে রকিকে দেখতে পেলাম এবং তার কাছে গিয়ে বসলাম । এমন সময় আমার চোখ পড়লো একটি মেয়ের উপর । মেয়েটি যে খুব সুন্দর টা না ,তবে মেয়েটি খুব হাসছে বিনা স্বার্থে । মনে মনে চিন্তা করলাম কেও কি বিনা কারণে হাসে ,শুধু মাত্র বান্ধবীর সাথে কথা বলে। তবে হাসিটি যে কাও কে বিরক্ত করছে এমন কিন্তু নয় ।
এই রকম ভাবে বেস কিছুদিন কেটে গালো । কিন্তু এই হাসি মুখটা একি রকম একি রকম থেকে গালো। তাই আমি তার উপর জানো একটু বেশী আকৃষ্ট হয়ে গেলাম । এর আগে কোন মেয়ে সাথে কথা বলিনি তাই সাহস হোছে না যে গিয়ে সরাসরি কথা বলি । তাই এক প্রকার বাধ্য হয়ে জিজ্ঞাসা রকি কে করলাম এই মেয়েটা কে রে ?
রকি উৎরে বলল , তুই একে জানিস না । এ হল আমাদের কোম্পাণী তে মিস্টার হালদার সাহেবের মেয়ে এলীজা। মিস্টার হালদার হলেন আমাদের কোম্পানির Project Manager . অর্থাৎ আমার বাবার বস ।
সংরক্ষিত স্মৃতি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
44
Views
1
Likes
0
Comments
3.0
Rating