প্রিয়তমা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
তোমার হাসি ভাসায় মন ভোরের আলোয়,
চাঁদের মাখা রাত্রি যেন তোমার কোলায়।
তুমি আমার হৃদয়ে ফুলের সুবাস,
সন্ধ্যার আকাশে জ্বলছে তোমার প্রেরণা।

তোমার চোখে বাঁধা স্বপ্নের সুরে,
বেজে উঠে ভালোবাসার এক মধুর ঝরনা।
তুমি বৃষ্টি, আমি মাটির গন্ধ,
তুমি ছায়া, আমি ঝড়ের প্রহর।

তোমার কথা মধুর এক সুরম্য গান,
জীবনের পথে তুমি আশার আলোয় ভরা।
তুমি আমার সুখ, তুমি আমার কান্না,
প্রিয়তমা, তোমার ছোঁয়া জীবন গড়ে।

তুমি আছো পাশে, মন পূর্ণ জোছনায়,
তোমার ভালোবাসায় জীবন মোর সোনা।
যে ভালোবাসায় পাখিরা ডাকে গান,
প্রিয়তমা, তুমি আমার চির অরণ্য।
71 Views
5 Likes
0 Comments
5.0 Rating
Rate this: