(একটা সম্পর্ক, যেটা আবেগ আর শরীর — দুটোই টানছে বিপদের দিকে)
গল্পের ইন্ট্রো (Description):
আরিফ আর আফরিন — এক স্কুলে পড়েছে, এক বাসায় টিউশনও পড়েছে।
কিন্তু একসময় যেটা ছিল নিরীহ বন্ধুতা, তা পরিণত হয় এমন এক টানে…
যেটা মনও চায়, শরীরও...
কিন্তু এই টান কি প্রেম, না পাপ?
---
পর্ব ১: "চোখের ভেতর যা লুকানো ছিল..."
আফরিন আজ একটু অন্যরকম লাগছিল।
সাদা কামিজের ভিতর তার গায়ের ওপর দিয়ে চুলগুলো এলোমেলো পড়ে ছিল, আরিফের চোখ ওখানে আটকে গেল বারবার।
সে চুপচাপ বইয়ের পাতায় তাকিয়ে থাকার অভিনয় করছিল, কিন্তু কিছুই পড়ছিল না।
আরিফ সেদিন হঠাৎ করেই জিজ্ঞেস করল,
– "আফরিন, তুই কি কখনো কাউকে ছুঁয়ে কিছু অন্যরকম অনুভব করেছিস?"
আফরিন চমকে তাকাল।
তার ঠোঁটটা কাঁপে, সে বলল,
– "তুই কি বলতে চাস, সেটা আমি জানি…"
ঘরে নিস্তব্ধতা।
তাদের মাঝে এক হাত ফাঁকা।
আরিফ ধীরে ধীরে হাতটা বাড়ায়...
আফরিন পিছিয়ে যায় না।
দুই আঙুল ছুঁয়ে যায়।
তাপ ছিল না, আগুন ছিল।
আরিফ বলল,
– "আমি চাই না, তুই আমার চোখ থেকে পালিয়ে যাস আর।"
আফরিন চোখ বুজে বলল,
– "আমি পালাচ্ছি না, কিন্তু তুই জানিস না, আমি কত ভয় পাই এই অনুভূতিকে।"
আর তখনই জানালার পর্দা উড়ে ওঠে…
কোনো শব্দ ছাড়াই — যেন তাদের লুকানো অনুভবগুলোও হাওয়ার মতো ছড়িয়ে পড়ে...
---
[চলবে...]
তুই প্রেম না পাপ (episode 1)
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
68
Views
2
Likes
1
Comments
0.0
Rating