মানুষ বড়ই আজব

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ইতিহাস সাক্ষী আছি নুনে কখনো পোকা ধরে নি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে এবং পোকাও ছাড়ে না,,। নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায়ে!  টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে।  মানুষ সোজা পথে চলতে চায় না বাঁকা পথে চলার জন্য আগ্রহ বেশি মানুষের।

মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় এবং মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। তেমনি ভাবে দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় এবং মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না। আমরা দুধ বিক্রেতাকে  সর্বদায় বলি দুধে পানি মিশন নি তো  অথচ মদে মানুষ পানি মিশিয়ে খায়। এখনকার মানুষকে জানোয়ার বললে খেপে যায় অথচ বাঘের বাচ্চা বললে খুশি হয়, কিন্তু দুইটাই পশুর বাচ্চা।
মানুষ বড়ই আজব!!!  মানুষকে চেনা বড়ই অদ্ভুত
472 Views
18 Likes
2 Comments
4.6 Rating
Rate this: