দু'টো পাখিকে গাছের ডালে বসে থাকতে দেখে ; তোমাকে ভীষন মনে পড়লো।
এখন সন্ধ্যা , গোধূলি আঁকা আকাশে তোমায় খুজলাম।
আকাশ জুরে কোথাও তুমি নেই।
তুমি এক দিন বলেছিলে ; তোমকে দেখতে ইচ্ছে করলে আকাশের দিকে তাকিয়ে তোমায় ভাবলেই তোমার মুখ ভেসে উটবে আকাশে। কই আজ তো তোমার মুখ ভেঁসে ওঠেনি!
ক্রমশ অন্ধকারে ছেঁয়ে গেছে সম্পূর্ণ আকাশ।
তোমাকে বেশিকিছু সময় অন্ধকারেও খুঁজলাম।
কই, তুমি তো অন্ধকারেও নেই।
তোমাকে আরও ভীষন ভাবে মনে পরতে থাকলো ।
তখন,আলোর অপেক্ষায় রইলাম।
চাঁদ উঠবে; জোছনায় নিশ্চয়ই তোমাকে পাবো।
অন্ধকার কেটে গিয়ে সত্যি সত্যিই চাঁদ উঠলো।
আমি আবারও তোমাকে এখানে -- সেখানে, আলোতে অন্ধকারে সব খানে খুঁজতে শুরু করলাম।
ধুর,তুমি কেনো কথাও নেই ?
তাঁরপর আমি ক্লান্ত হয়ে ঘুমাতে গেলাম।
পুরনো ময়লা বিছানাতে গাঁ এলিয়ে দিতেই মনে পড়লো ;
যারা অন্ধকারে রেখে যায় তাদের কেউ মনে রাখে না 🙂
চলবে .........
কেউ মনে রাখে না
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
840
Views
19
Likes
5
Comments
3.7
Rating