আমার বেস্ট ফ্রেন্ড,
দূরে থাকে অজানা শহরে,
হাজার মাইলের ফাঁক থাকলেও,
মনের সেতু গড়ি স্বপ্নের ঘরে।
দেখা হয়নি কোনো দিন,
শুধু মেসেজেই হাসি ফোটে,
তার কথায় ভরসা খুঁজি,
কষ্টের রাতও সহজে কাটে।
কখনো বুঝতে পারে না সে,
কতটা অনুভব করি তার ব্যথা,
চোখের কোনে জমা অশ্রু,
শুধু চুপিচুপি বলে যায় কথা।
রাতের নীরব চাঁদও জানে,
মোবাইলের আলোয় বাঁচি কতটা,
দূর থেকেও সবচেয়ে কাছের,
তার মেসেজে মিলে শান্তির ছোঁয়া।
বন্ধু মানে অদৃশ্য ভালোবাসা,
স্মৃতির পাতায় রঙিন ছোঁয়া,
তাকে পেয়ে আছি ধন্য,
দূরত্বও হার মানে মনের প্রোয়া।
বন্ধু নামক সম্পর্ক
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
58
Views
2
Likes
0
Comments
5.0
Rating