স্ত্রী ও বল্টুর মিষ্টি ঝগরা

রনি
রনি
লেখক

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
বল্টু আর তার স্ত্রীর মধ্যে তুমুল ঝগরা হওয়ার পর,,,,,,,


বল্টুর স্ত্রীঃ এবার কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে জাব আর তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হবো।

বল্টুঃএই, এই নাও একটু চকলেট খাও।

বল্টুর স্ত্রীঃ থাক থাক আর রাগ ভাঙাতে হবে না।

বল্টুঃ নারে পাগলী রাগ ভাঙাই না তো,,
শুভ কাজের আগে একটু মিষ্টি মুখ করতে হয়
তাই তোমাকে চকলেট খাওয়াচ্ছি।।।।
2.04K Views
99 Likes
7 Comments
3.6 Rating
Rate this: