নক্ষত্র

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
হসপিটালের নিচে দাড়িয়ে নিরু তার ভাইকে ফোন দিলো।তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বললো আর তার কাছে কয়েক দিনের জন্য আশ্রয় চাইলো।নিরুর ভাইয়ের বাসা বেশী একটা দূরে ছিলো না।একটা অটোতে উঠলো নিরুর ভাইয়ের বাসায় যাওয়ার জন্য। ৪৫ মিনিটের মতো লাগলো সেই বাসায় যেতে।নিরুর ভাই রাস্তায় অপেক্ষা করছিলো। নিরুর ভাবি নক্ষত্রকে কোলে নিয়ে ভেতরে চলে গেল। রেনু আর নিরুও ভেতরে চলে গেল।নিরুর ভাই ভাড়া পরিশোধ করে সব জিনিসপত্র নিয়ে বাসায় চলে এলো।এসে ফ্রেশ হয়ে খেতে বসলো।খাওয়া শেষ করে রেস্ট নিচ্ছিলো। তখন ভাবলো এভাবে ভাইয়ের বাসায় পড়ে থাকলে তো হবে না আমাকে কিছু একটা করতে হবে।তারপর নিরুর তার পুরোনো একটা ফ্রেন্ডকে কল করলো, ঐ ফ্রেন্ডটা নিরুকে বুদ্ধি দিলো,, নিরু একজন ভালো ফ্যাশন ডিজাইনার ও আবার ঐ কাজটাই করুক।নিরুও সিদ্ধান্ত নিলো নিরু আবার ডিজাইনিংএ ফিরে যাবে। কারন তাছাড়া ও তেমন একটা ভালো কিছু পারে না।ওর ভাইকে গিয়ে বললো এরকম কোন কাজের ব্যাবস্থা করে দিতে।ওর ভাই বললো ও চেষ্টা করে দেখবে।
তারপর ওর ভাই অনেক জায়গায় কথা বলে একটা কাজ ম্যানেজ করে দিলো।আর নিরুকে বললো,
নিরুর ভাই: আপু তর একটা কাজের ব্যাবস্থা করেছি,তুই কবে থেকে জয়েন করতে পারবি?
নিরু :ধন্যবাদ,আমার শরীরটা একটু ঠিক হলেই জয়েন করবো, ইনশাআল্লাহ।
নিরুর ভাই:আচ্ছা আপু আমি তাহলে সেটাই বলে দেই ওনাদেরকে।
নিরু:আচ্ছা,, আমি ১মাস পরেও জয়েন করতে পারবো, আশা করি।
নিরুর ভাই:আচ্ছা আমি তাই বলতেছি।
নিরু একটু স্বস্তি পেলো।আর ঐ ফ্রেন্ডকে ফোন দিয়ে ধন্যবাদ জানালো আইডিয়া দেওয়ার জন্য। ভাইয়ের বাড়ির আশেপাশে একটা বাসার খোঁজ করতেছিলো নিরু ঐ বাসায় উঠবে ওরা।নিরুর প্ল্যান হচ্ছে কাছাকাছি একটা বাসা পেয়ে গেলে ঐ বাসায় উঠবে। রেনু নক্ষত্রের দেখাশুনা করবে আর এখানে ওর ভাই ভাবিও আছে।তেমন একটা প্রবলেম হবে না। আর ও একটু স্বস্তি নিয়ে ওর কাজটা মনযোগ দিয়ে করতে পারবে।ওর তেমন একটা টেনশন থাকবে না। খুজতে খুজতে ২রুমের একটা ছোট্ট বাসা পেলে গেলো যা ওদের থাকার জন্য পারফেক্ট। তারপর ওর ভাইয়ের থেকে হেল্প নিয়ে বাসার মালিকের সাথে কথা বললো, ভাড়া কত এগুলা মিট করে বাসায় উঠার জন্য রাজি হলো। ১মাস পর বাসায় উঠবে এটা বাসার মালিককে কথা দিলো ......
53 Views
2 Likes
0 Comments
0.0 Rating
Rate this: