সারাদিন কেটে গেল।রাত পেরিয়ে ভোরের দিকে। কারো মুখে কোন কথা নাই খাওয়া দাওয়া নাই। নিরু শুধু কান্না করতিছে কি করবে ভেবে পাচ্ছে না।অনেক ভেবে ভেবে অবশেষে চিন্তা বাদ দিলো আর মনে মনে বলতিছে এতো চিন্তা করে কি হবে? যা হবার তা হবেই।আমার মায়ের দেওয়া কিছু গয়না আছে ওগুলা বিক্রি করে দিবো আর আমার জমানো কিছু টাকা আছে ওগুলা দিয়েই আপাতত চলতে হবে।রেনু নক্ষত্রকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়েছে।নিরুরও চোখ লেগে এসেছে রাত প্রায় তিনটা বাজে।নিরু উঠলো নক্ষত্র কে কোলে নিয়ে বিছানায় শুয়িয়ে দিলো।নিজেও শুয়ে পড়লো।সকাল হলো, মুয়াযযিনের আযানে নিরুর ঘুম ভেঙে গেলো।নিরু ভাবতে ছিলো এটা আমাদের জীবনের এক নতুন সকাল আজকে থেকে আমার মেয়েকে আমারই দেখে শুনে রাখতে হবে।একজন আদর্শ মানুষ হিসেবে বড় করতে হবে।রেনুও ঘুম থেকে উঠে পড়লো রেনু নিরুর কাছে গেল। নিরু বললো,
নিরু:দেখ রেনু আমি সব সময় তরে আমার ছোট বোন হিসেবে দেখেছি।এখন তুই তো দেখতেই পাচ্ছিস আমার অবস্থাটা। তুই কি আমাদের সাথে থাকবি নাকি চলে যাবি সেটা তুই সিদ্ধান্ত নে। চলে যেতে চাইলে থাকতে জোর করবো না।
রেনু:দেখ আপু,বাবা মা কেউ নেই আমার। ছোট থেকেই তোমাদের এখানে আছি। এখানেই বড় হইছি,আমার খারাপ অবস্থায় তোমরা আমার পাশে ছিলা।এখন এই অবস্থায় যদি তোমাদের পাশে না থাকি তাহলে নিজেকে অনেক বড় অপরাধী মনে হবে।
রেনু নিরুর হাত ধরে বললো,
রেনু:আমাকে নক্ষত্রের খেয়াল রাখার, ওকে তোমার সাথে সাথে বড় করার সুযোগ দিবা,,"প্লিজ"।
নিরু:(স্বস্তি নিয়ে) হুম,দিবো।
তারপর নিরু রেনুকে পাঠালো রাতুলের বাসায় টাকা,গয়না আর সব জিনিস পত্র নিয়ে আসতে।রেনু একটুও দেরি না করে রাতুলের বাসায় গেল।গিয়ে কলিং বেল বাজাতেই রাতুল এসে দরজা খুলল।রেনু কোন কথা না বলে জিনিস পত্র গুছাতে লাগলো।রাতুল বললো,
রাতুল:টেবিলের উপরে Divorce letter রাখা আছে যাওয়ার সময় নিয়ে যাস।
রেনুর গুছানো শেষ হলে Divorce letter টা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল।একটা জুয়েলারির দোকানে গিয়ে গয়না গুলা বিক্রি করলো।সব টাকা নিয়ে হসপিটালে গিয়ে নিরুর হাতে দিলো আর জিনিস পত্র গুলা একটা জায়গায় রেখে দিলো।তারপর ফ্রেশ হয়ে এসে নক্ষত্রকে কোলে নিয়ে Divorce letter টা নিরুর হাতে দিলো।নিরু কোন রিয়াক্ট না করে কলম খুজতেছিলো। কলমটা হাতে পাওয়া মাত্রই সাইন করে দিলো।পার্সেল পাঠিয়ে দিলো রাতুলের বাসায়।নার্স এসে বললো,
নার্স :আপনারা কালই বাসায় চলে যেতে পারেন।
নিরু:আচ্ছা,ধন্যবাদ।
তারপর চলে যাওয়ার জন্য রেডি হয়ে হসপিটাল বিল পরিশোধ করে চললো বাসার খোঁজে...
নক্ষত্র
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
46
Views
3
Likes
0
Comments
5.0
Rating